পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

কুটুম্বিতাবিচার

কেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে,
‘ভাই ব’লে ডাক যদি দেব গল টিপে।’
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা;
কেরোসিন বলি উঠে, ‘এস মোর দাদা।’

৩৪