পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

সমালোচক

কানাকড়ি পিঠ তুলে কহে টাকাটিকে,
‘তুমি ষোলো আনা মাত্র, নহ পাঁচ সিকে।’
টাকা কয়, ‘আমি তাই মূল্য মোর যথা—
তোমার যা মূল্য তার ঢের বেশি কথা।’

৩৭