পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

স্পর্ধা

হাউই কহিল, ‘মোর কী সাহস ভাই,
তারকার মুখে আমি দিয়ে আসি ছাই!’
কবি কহে, ‘তার গায়ে লাগে নাকো কিছু,
সে ছাই ফিরিয়া আসে তোরি পিছু পিছু।’

৪৫