পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অনাবশ্যকের আবশ্যকতা

‘কী জন্যে রয়েছ, সিন্ধু, তৃণশস্যহীন—
অর্ধেক জগৎ জুড়ি নাচ নিশিদিন।’
সিন্ধু কহে, ‘অকর্মণ্য না রহিত যদি
ধরণীর স্তন হতে কে টানিত নদী।’

৭১