পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

পরস্পর

বাণী কহে, ‘তোমারে যখন দেখি, কাজ,
আপনার শূন্যতায় বড়ো পাই লাজ।’
কাজ শুনি কহে, ‘অয়ি পরিপূর্ণা বাণী,
নিজেরে তোমার কাছে দীন বলে জানি।’

৭৪