পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বন্দী বীর
৮৩

 বালকের মুখ চাহি
“গুরুজির জয়” কানে কানে কয়-
 “রে পুত্র, ভয় নাহি।”

নবীন বদনে অভয় কিরণ
 জ্বলি উঠে উৎসাহি-
কিশােরকণ্ঠে কাঁপে সভাতল,
 বালক উঠিল গাহি—
“গুরুজির জয়, কিছু নাহি ভয়"
 বন্দার মুখ চাহি।

বন্দা তখন বামবাহুপাশ
 জড়াইল তার গলে,
দক্ষিণকরে ছেলের বক্ষে
 ছুরি বসাইল বলে-
“গুরুজির জয়” কহিয়া বালক
 লুটালাে ধরণীতলে।

 সভা হল নিস্তব্ধ!
বন্দার দেহ ছিড়িল ঘাতক
 সাঁড়াশি করিয়া দগ্ধ।