পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెy - কপালকুণ্ডলা । এক্ষুণে একাকিনী অন্ধকার বনমধ্যে বলিয়া- জfরও ভয়, বাড়িতে লাগিল । বিশেষ এই ছদ্মবেশী, তাছাকে কি অভিপ্রণয়ে তথtয় বসাইয়। রাখিয় গেল, তুtহ কে বলিতে পারে ? হয় ত সুধোগ পাইয়া অপমার মন্দ অভিপ্রায় সিদ্ধ করিবার জন্যই বঁসাইয়া রাখিয়া গিয়াছে। এইরূপ আলোচনা করিয়া কপালকুণ্ডল ভীতিবিহ্বল হইলেম । এ দিকে ব্রাহ্মণবেশীর প্রত্যাগমনে অনেক বিলম্ব ছইতে লাগিল। কপালকুণ্ডল আর বসিতে পরিলেন মণ । উঠিয়া ক্রত পাদৰিক্ষেপে গৃহাভিমুখে চলিলেন । তখন আকাশমণ্ডল ঘনঘটায় মসীময় হইয়া আসিতে লাগিল ; কানমতলে যে সামান্য আলো ছিল, তাছাও অন্তৰ্হিত হইতে লাগিল ৷ কপালকুণ্ডল আর তিলাৰ বিলম্ব করিতে পারিলেন ল। শীত্রপদে কানমাভ্যস্তর হইতে বাহিরে আসিতে লাগিBBB S BBBBBB BBB BB KBBB BBB BBB BBBKS ৰদি শুনিতে পাইলেন । কিন্তু মুখ ফিরাইয়। অন্ধকারে কিছু দেখিতে পাইলেন না । কপালকুণ্ডল মনে করিলেন ব্রাহ্মণবেশী উtহার পশ্চাৎ অসিতেছেন । বনত্যাগ করিয়া পুৰ্ব্ববর্ণিত ক্ষুদ্র বলপথে জাসিয়া বাহির হইলেন । তথায় তাদৃশ অন্ধকার লছে ; সৃষ্টিপথে মনুষ্য থাকিলে দেখ। ষায় । কিন্তু কিছু দেখা গেল না । কপালকুগুল মনে করিলেম উাছার চিত্তভ্রান্তি জম্মিয়াছে । অতএব জ্ঞডপদে চলিলেন । কিন্তু আবার স্পষ্ট মনুষ্যগতিশব্দ শুনিতে পাইলেন । অণকাশ নীল কাদম্বিনীতে ভীষণতর হইলা । কপালকুণ্ডলা আরও জ্ঞত চলিলেম । গৃহ অনতিদূরে, কিন্তু গৃহপ্ৰাপ্তি হইতে না হইতেই প্রচণ্ড ঝটিকা বৃষ্টি ভীষণফুর রৰে প্রঘোষিত ছইল। কপালকুণ্ডল দৌড়াইলেম । পশ্চাতে যে আসিতেছিল, সেও যেন দৌড়াইল, এমত শব্দ বোধ হইল ৮ গৃহ দৃষ্টিপথবর্তী ছইৰগর পূর্বেই প্রচগু ঝটিকা বৃষ্টি কপালকুণ্ডলার মস্তকের উপর দিয়া প্রধাfৰড ছইল। ঘনঘন গম্ভীর মেঘশব্দ, এবং অশনিসম্পাক্ত শব্দ হইতে লাগিল । ঘনঘন বিদ্যুৎ চমক্রিক্তে লাগিল। মূষল