>eo কপালকুণ্ডল | কপালকুগুলা পূৰ্ব্বৱত্তান্ত সকল আলোচনা করিয়া দেখিতে লাগিBDD S BBBBD BBB BBB DBK DBBBS BBD DDDS আসিয়াছিলেন, তাছ। স্মরণ হইতে লাগিল ; কাপালিক নিবিড় ৰনমধ্যে ষে সকল পৈশাচিক কাৰ্য্য করতেন তাহ স্মরণ হইতে লাগিল । তৎকত ভৈরবীপূজা, লৰকুমারের বন্ধন, এ সকল মনে পড়িতে লাগিল । কপালকুণ্ড লা শিহরিয়া উঠিলেন । অদ্যকার রাত্রের সকল ঘটনাও মনোমধ্যে আসিতে লাগিল । শ্যামার ওষধিকামনা, নবকুমারের নিষেধ, তাছার প্রতি কপালকুণ্ডলীর তিরজার, তৎপরে অরণ্যের জ্যোৎস্নাময় শোভা, কাননতলে অন্ধকরে, সেই অরণ্য মধ্যে ষে সহচর পাইয়াছিলেন তাছার ভীমকান্ত গুণময় রূপ ੋਸੋਵੋ মনে পড়িতে লাগিল। পূর্বদিকে উষ্ণর মুকুটজ্যোতিঃ প্রকটিত হইল ; তখন কপাল*A কুণ্ডলীর অশ্বতন্ত্র। আসিল । সেই অপ্রগাঢ় নিদ্রণয় কপালকুণ্ডল৷ স্বপ্ন দেধিক্ষে লাগিলেন । তিনি ষেন সেই পূৰ্ব্বদৃষ্ট সাগরন্থদয়ে তরণী আরোহণ করিয়া বাইতেছিলেন । তরণী সুশোভিত : তাছাতে বসন্তরঙ্গের পতাকা উড়িভেছে ; মাৰিকেরা ফুলের মালা গলায় দিয়া বাহিতেছে । রাধা শ্যামের অনন্ত প্রণয় গীত করিতেছে। পশ্চিম গগণ হইতে সূৰ্য্য স্বর্ণধার রষ্টি করিতেছে । স্বর্ণধার। পাইয়া সমুদ্র হাসিতেছে ; আকাশমগুলে মেঘগণ সেই স্বর্ণরটিতে ছুটাছুটি করিয়া স্নান করিতেছে। অকস্মাৎ রাত্রি হইল, সূৰ্য্য কোথায় গেল। স্বর্ণমেঘ সকল কোথায় গেল । নিবিড় লীল কাদম্বিলী অtসিয়া আকাশ ব্যাপিয়া ফেলিল। আর সমুত্রে fদকু নিরূপণ হয় না । •নাবিকের তরি ফিরাইল । কোন দিকে ৰাহিৰে স্থিরতা পায় না। তাহারণ গীত বন্ধ করিল, গলার মালা সকল ছিড়িয়া ফেলিল ; বসন্ত রঙ্গের পতাক আপনি খসিয়া জলে পড়িয়া গেল । বাতাস উঠিল ; কুক প্রমাণ তরঙ্গ উঠিতে লাগিল, তরঙ্গ মধ্য হইতে এক জন জটাজুটধারী প্রকাণ্ডাকার পুরুষ আসিয়া কপালকুণ্ডলার নৌকা বামছতে তুলিয়া
পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।