পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কতসঙ্কেতে । 3 eV3 তাহার সহিত সাক্ষাতে সেই আশঙ্কার বিষয়ীভুত অমঙ্গলে পতিতও হইতে পারেন। সে ত স্পষ্টই,বলিয়াছে যে কপালকুণ্ডল সম্বন্ধেই পরামর্শ হইতেছিল। কিন্তু এমতও হইতে পারে ষে ইহা হইতে তন্নিরাকরণ সূচনা হইবে । ব্রাহ্মণকুমার এক ব্যক্তির সহিত “ গোপনে পরামর্শ করিতেছিল, সে ব্যক্তিকে এই কাপালিক বলিয়া বোধ হয়। সেই কথোপকথনে কাহারও মৃত্যুর সঙ্কল্প প্রকাশ পাইতেছিল ; নিতান্ত পক্ষে চিরনিৰ্ব্বাসন । সে কাছার ? ব্রাহ্মণবেশী ত স্পষ্ট বলিয়াছে ষে কপালকুণ্ডলী সম্বন্ধেই কুপরামর্শ হইতেছিল। তবে তাহারই মৃত্যু বা তাহারই চিরনির্বাসন কম্পন হইতেছিল। তবে যখন এই সকল ভীষণ অভিসন্ধিভে ব্রাহ্মণবেশী সহকারী, তখন র্তাহার নিকট রাত্রিকালে একাকিনী দুর্গম কাননে গমন করা কেবল বিপদেরই কারণ হইতে পারে। কিন্তু কালি রাত্রে স্বপ্ন দেখিয়াছিলেন ; সে স্বপ্ন,—সে স্বপ্নের তাৎপৰ্য্য কি ? স্বপ্নে ব্রাহ্মণবেশী মহাবিপত্তি কালে অtসিয়া তাছাকে রক্ষণ করিতে চাহিয়াছিলেন, কাৰ্য্যেও তাছাই ফলিতেছে, ব্রাহ্মণবেশী সকল ব্যক্ত করিতে চাহিতেছেন । তিনি স্বপ্নে বলিয়াছিলেন “নিময় কর ।” কাৰ্য্যেও কি সেইরূপ বলিবেন ? ব্রাহ্মণবেশীর সাহায্য ত্যাগ করিয়া বিপদ সাগরে ডুবিবেন ? না—ন—ভক্তবৎসল৷ ভবানী অনুগ্রহ করিয়া স্বপ্নে তাছার রক্ষণ হেতু উপদেশ দিয়াছেন, ব্রাহ্মণবেশী আসিয়া ভঁাহাকে উদ্ধার করিতে চাহিতেছেন ; তাহার সাহায্য ত্যাগ করিলে নিমগ্ন হইবেন । অতএব কপালকুগুল উছার সহিত সাক্ষাৎ করাই স্থির করিলেন । বিজ্ঞ ব্যক্তি এইরূপ সিদ্ধান্ত করিত কি না তাহাতে সন্দেহ ; কিন্তু ৰিজ্ঞ ব্যক্তির সিদ্ধাস্তের সহিতু আমাদিগের সংস্রব নাই । কপালকুগুল বিশেষ বিজ্ঞ ছিলেন না--সুতরাং বিজ্ঞের ন্যায় সিদ্ধান্ত করিলেন না । কৌতুহলপরবশ রনীর ন্যায় সিদ্ধান্ত করিলেন, ভীমকান্ত রূপরাশিদর্শনলোলুপ যুবতীর ন্যায় সিদ্ধান্ত করিলেন, নৈশবনভ্রমণfৰলাদিনী. সন্ন্যাসিপাদিতার ন্যায় সিদ্ধান্ত করিলেন ; ভবানী