পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপকূলে । q উদ্বিগ্নচিত্ত হইতে লাগিল , তাহাদিগের এইরূপ আশঙ্কা হইল, ষে নবকুমারকে ব্যাড্রে হত্যা করিয়াছে। সম্ভাৰ্য কাল অতীত হইলে এই রূপেই তাছাfদগের হৃদয়ে স্থিরসিদ্ধান্ত ছইল । অথচ কাহারও এমত সাহস হইল না যে তীরে উঠিয়া কিয়ন্ধুর অগ্রসর হইয়া উtহার অনুসন্ধান করেন । - নৌকারোহিগণ এইরূপ জলপমা করিতেছিল ইত্যবসরে জলরাশি মধ্যে ভৈরব কল্লোল উথাপিত হইল । নাবিকের বুঝিল যে “ জোয়ার ” আসিতেছে । নাবিকেরা বিশেষ জানিত ষে ७ मरुल श्i८न জলোচ্ছ সকালীন ভটদেশে এরূপ প্রচও তর"জার্মভঘাত হয় যে তখন নৌকাদি তীরবর্তী থাকিলে তাহ খণ্ড খগু হইয়া যায়। এজন্য তাহারা অতিব্যন্তে নৌকার বন্ধন মোচন कब्लिङ्गो नौ-भशादउँौं श्हेटङ लाशिल । ८नीको भूङ श्हेटउ मा ছইতেই সম্মুখস্থ সৈকত ভুমি জলপ্লুত হইয় গেল, ষাত্ৰিগণ কেবল মাত্র ত্রস্তে নৌকায় উঠিতে অৰকাশ পাইয়াছিল ; তওলাদি যাহ। যাহা চরে স্থিত হইয়াছিল, তৎসমুদায় ভাসিয়া গেল। দুভাগ্যবশতঃ তৎকালে পক্ষের প্রথম ভাগ : জল রদ্ধির জুর্দম বেগ ; লণবিকেরা নেীক সীমলাইতে পারিল না ; প্রবল জল প্রবাহবেগে ভরণী রসুলপুর নদীর মধ্যে লইয়া চলিল । এক জন আরোহী কহিল, “ নবকুমার রছিল যে ?” একজন নাবিক কছিল “ অtঃ ভেীর নবকুমার ! নবকুমার কি আছে ? তাহীকে শিয়ালে খাইয়াছে।” -জলবেগে নেকি রসুলপুরের নদীর মধ্যে লইয়। যাইতেছে, প্রত্যাগমন করিতে বিস্তর ক্লেশ হইবে, এই জন্য নাবিকের প্রাণ পণে তাছার বহিরে অসিতে চেষ্টা করিতে লাগিল। এমন কি, সেই মাঘ মাসে তাহাদিগের ললাটে স্বেদশ্ৰুতি হইতে লাগিল । এরূপ পরিশ্রমস্বারা রসুলপুর নদীর ভিতর হইতে বাহিরে অসিতে লুffগল বটে, কিন্তু নৌকা যেমন বাহিরে অtসিল, অমনি তথাকণর প্রবলতর শ্ৰেণতে উত্তরমুখী হইয়। তীরবৎ বেগে চলিল,