পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SR কপালকুণ্ডলা । ব্রাহ্মণবেশী কপালকুগুলীকে তথায় লইয়া গেলেন। উভয়ে উপবেশন করিলে ব্রাহ্মণবেশী কছিলেন, “ প্রথমতঃ আত্মপরিচয় দিই। কত দূর আমার কথা ৰিশ্বাসযোগ্য তাছ আপনি বিবেচনা করিয়া লইতে পারিৰ । যখন তুমি স্বামীর সঙ্গে হিজলী প্রদেশ হইতে আসিতেছিয়ে, তখন পথিমধ্যে রজনীযোগে এক ষৰনকন্যার সহিত সাক্ষাৎ হয়। তোমার কি ভtহণ মনে পড়ে ?” কপালকুণ্ডল কfছলেন, “ যিনি আমাকে অলঙ্কার দিয়াक्लि८ब्नम ?” ব্রাহ্মণবেশধারিণী কহিলেন “ আমিই সেই ।” কপালকুণ্ডলা অত্যন্ত বিস্মিত হইলেন । লুৎফ-উল্লিস উtহার বিস্ময় দেখিয়া কছিলেন, “আরও বিস্ময়ের বিষয় অাছে—আীমি তোমার সপত্নী ।” কপালকুণ্ডল চমৎকৃত হইয়া কছিলেন, “ সে কি ?” লুৎফউল্লিস। তখন অনুপূৰ্ব্বিক আত্মপরিচয় দিতে লাগিলেম । বিবাহ, জাতিভ্রংস, স্বামী কর্তৃক ত্যাগ, ঢাকা, আগ্র, জাহঁাগীর, মেহেরউন্নিসা, আগ্রী ত্যাগ, সপ্তগ্রামে বাস, নবকুমারের সহিত সাক্ষাৎ, নবকুমারের ব্যবহার, গত দিবস প্রদোষে ছদ্মবেশে কামনে আগমন, হোমকারীর সহিত সাক্ষtৎ, সকলই বলিলেন । এই সময় কপালকুগুল" জিজ্ঞাসা করিলেন, “ তুমি কি অভিপ্রায়ে আমাfদগের বাটীতে ছদ্মবেশে আসিতে বসিলা করিয়াছিলে ?” লুৎফ-উল্লিস কছিলেন “ তোমার সহিত স্বামীর চিরবিচ্ছেদ জন্মাইবার অভিপ্রায়ে।” কপালকুগুল শিহরিয়া উঠিলেন। কছিলেন, “ তাহা কি প্রকারে সিদ্ধ করিতে ?” - লুৎফ-উল্লিস। । " আপাততঃ তোমার সতীত্বের প্রতি স্বামীর সংশয় জন্মাইতাম । কিন্তু সে কথায় অার কাষ কি, সে পথ ত্যাগ