পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ পথে । 83 নবকুমার কছিলেন “ না ।” স্ত্রীলোক পুনরপি জিজ্ঞাসা করিলেন, “ চট কত দূর ?” নবকুমার কছিলেন “কত দূর বলিতে পারি ন—কিন্তু বোধ হয় ब्रिकिल्ले !?? স্ত্রীলোক কহিল, “ অন্ধকারে একাকিলী মাঠে বসিয়া কি করিব, আপনার সঙ্গে চট পর্যন্ত যাওয়াই উচিত । বোধ হয়, কোন কিছুর উপর ভর করিতে পারিলে, চলিতে পারিব।” নবকুমার কছিলেন, “ বিপৎকালে সঙ্কোচ মূঢ়ের কাষ । ‘মামার কাধে ভয় করিয়া চল ।” = শ্ৰীলোকটী মূঢ়ের কার্য্য করিল না । নবকুমারের স্বন্ধেই ভর করিয়া চলিল ।” ষথার্থই চটী নিকটে ছিল । এ সকল কালে চটীর নিকটেও চুস্কিয়া করিতে দক্ষুর সঙ্কোচ করিত না । অনধিক বিলম্বে নবকুমার সমভিব্যtছণfরণীকে লইয়। তথায় উপনীত হইলেন । নবকুমার দেখিলেন যে ঐ চটাতেই কপালকুণ্ডল অবস্থিতি করিতেছিলেন । র্তাহার দাস দাসী তজজন্য এক খণনা ঘর নিযুক্ত করিয়াছিল । নবকুমার স্বীয় সঙ্গিলীর জন্য তৎপাশ্ববর্তী এক খান। ঘর নিযুক্ত করিয়া তাহাকে তন্মধ্যে প্রবেশ করাইলেন । তাহার আজ্ঞামত গৃহস্বামীর বনিত প্রদীপ জ্বালিয়া আনিল । যখন দীপরশ্মিস্ত্ৰেণতঃ তাছার সঙ্গিনীর শরীরে পড়িল, তখন । মলকুমার দেখিলেন যে ইনি অসামান্য সুন্দরী। রূপরাশিতরঙ্গে, র্তাহার ষোবনশোভা, শ্রাবণের নদীর ন্যায় উথলিয়া পড়িতেछुिल्त ।