পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপালকুণ্ডলা। তৃতীয় খণ্ড। প্রথম পরিচ্ছেদ। ভুতপূৰ্ব্বে । “কষ্টোয়ং খলভৃত্যভাবঃ ! " | বাপী। মখন নবকুমার কপালকুণ্ডলাকে লইয়া চটা হইতে যাত্রা করেন, তখন মতিবিৰি পথান্তরে বর্ধমানাভিমুখে যাত্রা করিলেন। যতক্ষণ মতিবিৰি পথহন করেন ততক্ষণ আমরা তাহাৰ পূৰ্ব্বত্তান্ত কিছু বলি। মতির চরিত্র মহাদোষ কলুষিত, মহদণেও শােভিত। এরূপ চরিত্রের বিস্তারিত ব্রান্তে পাঠক মহাশয় অসন্তুষ্ট হবেন না। যখন ইহার পিতা মহম্মদীয় ধর্মাবলম্বন করিলেন, তখনই হার হিমাম পরিবর্তিত হইয়া লুৎফউন্নিসা নাম হইল। মতিৰিবি কোষ কালেও ইজাৰ নাম নহে। তবে কখন কখন ছদ্মবেশে দেশবিদেশ ভ্রমণ কালে ঐ নাম গ্রহণ করিতেন। ইহার পিতা ঢাকায় আসিয়া রাজকার্যে নিযুক্ত হইলেন। কিন্তু তথায় অনেক নিজ দেশীয় লােকের সমাগম। দেশীয় সমাজে সমাজচ্যুত হইয়া সকলের থাকিতে ভাল লাগে না। অতএব তিনি কিছুদিনে সুবাদারের নিকট প্রতিপত্তি লাভ করিয়া তাহার সুহৃৎ অনেক মেক ওমরাহের নিকট পত্র সংগ্রহপূর্বক সপরিবারে তা