পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ কপালকওলা ।

  • izश्छ नृङ्गा शहैटलड़े ऊँांशङ्गs aांशांख् रुईटद :-cभटरूई-डेबिन সেলিমের মহিষী হইবেন । লুইফ-উন্নিস। সিংহাসনের অtশা ত্যাগ করিলেন । *

মহম্মদীয় সম্রাট-কুল-গৌরব অণকবরের পরমায়ুঃ শেষ হইয়। আসিল । যে প্রচণ্ড সূর্যের প্রভায় তুরকী হইতে ব্ৰহ্মপুত্র পর্যন্ত প্রদীপ্ত হইয়াছিল, সে সূর্ব অস্তগামী হইল। এ সময়ে লুতফ-উন্নিসা আত্মা প্রাধান্য রক্ষার জন্য এক দুঃসাহসিক সঙ্কপ করিলেন । রাজুপুতপতি রাজা মানসিংহের ভগিনী সেলিমের প্রধান মহিষী । খঙ্ক উপহার পুত্র । একদিন উপহার সহিত আকবর শাহের পীড়িত শরীর সম্বন্ধে লুতফ-উন্নিসার কথোপকথন হইতে ছিল ; রাজপুত কন্যা এক্ষণে ৰrদশাহ পুঞ্জী হইবেন, এই কথার প্রসঙ্গ করিয়া লুতফ-উন্নিসা উপহাকে অভিনন্দন করিতেছিলেন, প্রত্যুত্তরে খস্রর জননী কছিলেন, “ বাদশাহের মহিষী হইলে মনুষ্য জন্ম সার্থক বটে, কিন্তু যে বাদশাহ-জননী সেই সৰ্ব্বোপরি ।” উত্তর শুনিৰামাত্ৰ এক অপূর্বচিন্তিত অভিসন্ধি লুৎফ-উন্নিসার হৃদয়ে উদয় ছইল । তিনি প্ৰতুত্তর করিলেন, “ তাঁহাই হউন না কেল t সেওত অfপনার ইচ্ছাধীন।” ৰেগম কছিলেন, “ সে কি ?” চতুর। উত্তর করিলেন, “ যুবরাজ পুত্ৰ খজ্ঞকে সিংহাসন দান कझम ?? বেগম কোন উত্তর করিলেন না । সে দিন এ প্রসঙ্গ পুনৰুথাপিত হইল না, কিন্তু কেহই একথা ভুলিলেন না। স্বাrমর পরিবর্তে পুত্র ষে সিংহাসমারোহণ করেন ইহা বেগমের অনভিমত নছে ; মেহের-উন্নিসার প্রতি সেলিমের অনুরাগ লুৎফ-উন্নিসার স্বেরূপ হৃদয়শেল, বেগমেরও সেইরূপ । মানসিংহের ভগিনী আধুনিক তুর্কমান কনারি যে আজ্ঞানুবর্তিনী হইয়া থাকিবেন, তাছা ভাল লাগিৰে কেন ১ লুৎফ-উন্নিসারও এ সঙ্কপে উদ্যোগিনী হইবার গাঢ় তাৎপর্য ছিল । অন্যদিন পুনৰ্ব্বার এপ্রসঙ্গ উত্থাপিত হইল । উভয়ের মত স্থির হইল ।