পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপালকুণ্ডল । উন্নিসার নিকট দুই দিন ছিলে বলিভেছ , মেছের-উন্নিসা আমার কথা কি বলিল ?” লুৎফ উন্নিসা অকপট হৃদয়ে মেহের-উন্নিসার অনুরাগের পরিচয় দিলেন। বাদশাহ শুলিয়া নীরবে রছিলেন , তাছার বিস্ফারিত লোচলে ছুই এক বিন্দু অশ্রু বহিল । লুৎফ-উন্নিসা কছিলেন, “ জাহাপনা ! দাসী শুভ সম্বাদ দিয়াছে । দাসীর এখনও কোন পুরস্কারের আদেশ হয় নাই ।” বাদশাহ হাসিয়া কহিলেন, “ ৰিবি ! তোমার আকাঙক্ষণ অঙ্গারামণ্ড ।” লু। “ জfছাপন, দাসীর কি দেীর্ষ ? ” বাদ । “ দিল্লীর বাদশাহকে তোমার গোলাম করিয়া দিয়াছি ; আরও পুরস্কার চাছিতেছ?” লুৎফ-উন্নিসা হাসিয়া কছিলেন, “ স্ত্রীলোকের অনেক সাধ ।” বাদ । * আবার কি সাধ হইয়াছে ? ” লু। “ আগে রাজাজা হউক, যে দাসীর আবেদন গ্রাহ इहै८ब ” লাদ । * যদি রাজকীর্ষ্যের বিঘ্ন না হয় ।” লু হাসিব । “ একের জন্য দিল্লীশ্বরের কার্য্যে বিঘ্ন হয় না ।” বাদ । * তবে স্বীকৃত হইলাম ;–সাধটা কি শুনি ।” লু। “ সাধ হইয়াছে একটা বিবাহ করিব।” ية জাহাগীর উচ্চহাস্য করিয়া উঠিলেন । কছিলেন, “ এ সূতন তর সাথ বটে। কোথাও সম্বন্ধের স্থিরতা ছইয়াছে ?” লু। “ ত হইয়াছে। কেবল রাজাজ্ঞার সাপেক্ষ । রাজা সম্মতি প্রকাশ না হইলে কোন সম্বন্ধ স্থির মছে ।” বfদ। “ আমার সম্মভির প্রয়োজন কি ? কাছাকে এ সুখের সাগরে ভাসাইবে অভিপ্রায় করিয়াছ ?” লু। “দাসী দিল্লীশ্বরের সেৰা করিয়াছে বলিয়া দ্বিচারিণী নহে।