পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরণ তলে । b-V) বার তুমি এই পথে যাইও ; দাসী ভাৰিয়া এক এক বীর পদখা দিও ; কেবল চক্ষু পরিতৃপ্ত করিব।” লব । “ তুমি যবনী—পরস্ত্রী—তোমার সহিত এরূপ আলাপেও দোষ । তোমার সহিত আর আমার সাক্ষাৎ হুইবে না।” ক্ষণেক নীরব । লুৎফ-উন্নিসার হৃদয়ে ঝটিকা বহিতে ছিল । প্রস্তরময়ীমূৰ্ত্তি বৎ নিম্পন্দ রছিলেন । নৰকুমারের বস্ত্রাগ্রভাগ ত্যাগ করিলেন । কছিলেন, “ যাও ।” নবকুমার চলিলেন । দুই চারি পদ চলিয়ছিলেন মাত্র, সহসা লুৎফু-উন্নিসা বাতোলিত পাদপের ন্যায় উrহার পদভলে পড়িলেন । বাহুলত্তায় চরণযুগল বদ্ধ করিয়া কাতর স্বরে কছিলেন,

  • নির্দয় ! আমি তোমার জন্য জাগ্ৰfর সিংহাসন ত্যাগ করিয়া অগসিয়াfছ । ड्रेनि অণমণয় ত্যাগ করিও না ।”

নবকুমার কছিলেন, “ তুমি আবার অগ্রাতে ফিরিয়া যাও , আমার আtশ ত্যাগ কর ।” 馨 “এ জন্মে লছে !” লুভফ-উন্নিসা তীরবৎ দাড়াইয়া উঠিয়া সদপে কছিলেন, “ এ জস্বে তেfগার অাশা ছাড়িৰ মা !” মস্তকোন্নত করিয়া, ঈষৎ বঙ্কিম গ্ৰীৰাভঙ্গা করিয়া, নবকুমারের মুখ প্রতি অলিমিৰু আয়ত চক্ষু স্থাপিত করিয়া, রাজরাজমোহিনী দাড়াইলেন। ষে অনবনমনীয় গৰ্ব্ব হৃদয়াগ্নিতে গলিয়া গিয়াছিল, আবার তাছার জ্যোতিঃ স্ফুরিল ; ষে অজেয় মানসিক শক্তি ভারতরাজ্য শাসনকল্পনায় ভীত হয় নাই, সেই শক্তি আবার প্রণয়ক্টৰ্ব্বল দেহে সঞ্চারিত ছইল । ললাটদেশে ধমনী সকল স্ফীত হইয়। রমণীয় রেখা দিল ; জ্যেতিৰ্ম্ময় চক্ষু রবিকরমুখরিত সমুদ্রবরিবৎ বালসিতে লালি ; লাসারন্ধু, কঁাপিতে লাগিল। স্রোভোবিহারিণী রাজহংসী যেমন গতিবিরোধির প্রতি গ্রীবাভঙ্গী করিয়। পাড়ায়, দলিতক্ষণ ফণিনী ৰেমন ফণা তুলিয়। দাড়ায়, তেমনি উন্মদিনী ৰবনী মস্তক তুলিয়া দাড়াইলেন। কছিলেন, “এ জন্মে না । তুমি জামারই হইৰে ”