পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8 কপালকুণ্ডল । সেই কুপিতফশিল্পী মূৰ্ত্তি প্রতি নিরীক্ষণ করিতে • করিতে নবকুমার ভীত হইলেন । লুৎফ-উন্নিসার অনির্বচনীয় দেহমহিমা এথম ষেরূপ দেখিতে পাইলেন, সেরূপ আর কখন দেখেন নাই । क्रूि cन की बजुररुक बिकृारंउद्र माiन्न भरमांप्याश्मिो ? cनश्विञ्चा ভয় হইল। লৰকুমার চলিয়া যান, তখন সহস উrছার জার এক তেজোময়ী মূৰ্ত্তি মনে পড়িল ৷ এক দিন মৰকুমার উtহার প্রথম পত্নী পদ্মাবতীর প্রতি বিরক্ত হইয়া উগ্ৰহণকে শয়নাগার হইতে বহিষ্কৃত করিতে উদ্যত হইয়াছিলেন। দ্বাদশবৰীয়া বালিকা তখন সদপে উtহার দিকে ফিরিয়া দাড়াইয়াছিল ; এমনই তাহার চক্ষু প্রদীপ্ত হইয়াছিল ; এমনই ললাটে রেখ বিকাশ হুইয়াছিল ; এমনই নাসারন্ধ, কঁপিয়ছিল ; এমনই মন্তক ছেলিয়াছিল । বহুকাল সে মূৰ্ত্তি মনে পড়ে নাই, এখন মনে পড়িল । অমনই সাদৃশ্য অনুভূত হইল। সংশয়াধীন হইয়া নবকুমার সঙ্কুচিত স্বরে, ধীরে ধীরে কছিলেন, “ তুমি কে ?” ষৰনীর নয়নতারা আরও বিস্ফারিত হইল। কছিলেন, * আমি পদ্মাবতী ।” উত্তর প্রতীক্ষণ না করিয়া লুৎফ-উল্পিস স্থানান্তরে চলিয়া গেলেন । নবকুমারও অন্যমনে কিছু শঙ্কাম্বিত হইয়া, আপন আtলয়ে গেলেন ।

  • =mosomsomo

সপ্তম পরিচ্ছেদ । উপনগর প্রান্তে । — I am settled, and bend up Each corporal agent to this terrible feat. Macbeth. কক্ষ্যাস্তরে গিয়া লুৎফ-উন্নিসা দ্বার রুদ্ধ করিলেন। দুই দিন পর্যন্ত সেই কক্ষ্য হইতে নির্গত হইলেন না। এই দুইদিনে তিনি