পাতা:কবিতাপুস্তক.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 ব{ল্য রচনা ? পাশে নীল জল স্থির রব অনিব}র । সে মম স্বপনে কথা যৌবন আশার । একবার পরশিবে মলয়সমীরে । যেমন সে পরশিত ভাগীরথী তীরে । ধূমেতে আকাশে মিশে তরুদল তীরে । পরম্পর গায় পড়ে ঢলে ধীরে ধীরে । প্রেমমোহ ভরে যেন, আবেশের রঙ্গে ! প্রণয়ী চুলিয়া পড়ে প্রণয়ীর অঙ্গে । ভীম স্থির মাঝে কোন রব শুনিব না । তবে যদি নিরুপম স্বৰ্গীয়া ললন। শূন্যভরে শশিকরে স্বপ্নসম মিশে, বাজায় মুরলী মৃদু মনোমেই ভরে, প্রকাশিয়ে যত জাল প্রণয়ের বিযে, গভীর কোমল ধীর যাতনার স্বরে । মনসাধে মজে তীয় ভাবিবেক মন, স্বপনে নিরাশ সঙ্গে অাশার মিলন । মরিরে মোহিত মনে শুনিব সে স্বরে, মোহভরে মুখপানে চেয়ে রব তার । হা বিধাজ: বল বল বারেক বল রে; হবে কি এমন দিন কপালে আমার । অথবা দেখিব স্তব্ধ লতিকার কুঞ্জে । জলে যথা শশিকর স্থির পাতাপুঞ্জে । নবীন কুসুম হালি ছাড়িছে স্ববাস । যেন তৃণ লতা মাঝে নক্ষত্র প্রকাশ ।