পাতা:কবিতাপুস্তক.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকবর শাহের ধোফরোজ। জুলায়ে কুণ্ডল, অধরে অঞ্চল, হাসে খল খল, ঈষৎ হেলে । বলে মহাবীর, এই বলে তুমি রমণীরে বল করিতে এলে ? পৃথিবীতে ঘারে, তুমি দাও প্রাণ, সেই প্রাণে বঁাচে,বলে হে সবে। আজি পৃথ্বীনাথ আমার চরণে প্রাণ ভিক্ষা লও,বাচিবে.তবে । ঘোড়ো হাত দুটো, দাতে কর কুটে করহ শপথ ভারতপ্রভু । শপথ করহ হিন্দুললনার হেন অপমান না হবে কভু । তুমি না করিবে, রাজ্যেতে না দিলে হইতে কখন এ হেন দোষ । হিন্দুললনারে যে দিবে লাঞ্ছন। তাহার উপরে করিবে রোষ । শপথ করিল, পরশিয়ে অসি, নারীআজ্ঞামত ভারতপ্রভু। আমার রাজ্যেতে হিন্দুললমার হেন অপমান না হবে কভু । සීඝ.