পাতা:কবিতাপুস্তক.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

# 8 তুষ্ট ।

তরঙ্গের উপর তরঙ্গ মারিয়া,মহারঙ্গে ক্রীড়া করিব। এসো, সবে নামি । কে যুদ্ধ দিবে—বায়ু ইস্ ! বায়ুর ঘাড়ে চড়িয়া দেশ দেশান্তরে বেড়াইব । আমাদের এ পর্যাযুদ্ধে, বায়ু ঘোড়া মাত্র; তাহার সাহায্য পাইলে, স্থলে জলে এক করি । তাহার সাহায্য পাইলে বড় বড় গ্রাম, অট্টালিকা, পোত মুখে করিয়৷ ধুইয়। লইয়। যাই। তাহার ঘাড়ে চড়িয়া, জানাল দিয়া লোকের ঘরে ঢুকি। যুবতীর যত্ননিৰ্ম্মিত শয্য ভিজাইয় দিই—ব্রুয়ুপ্তস্থনরীর গায়ের উপর গ ঢালি। বায়ু ! বায়ু ত তামাদের গোলাম । দেখ ভাই,কেহ একা নমি ও না - ঐক্যেই বল মহিলে আমরা কেহ নই। চল-আমর ক্ষুদ্র পুষ্টি বিন্দু –কিন্তু পৃথিবী রাখিব । শস্তক্ষেত্ৰে শস্য জন্মাইক-মনুষ্য বাচিবে। নদীতে নৌকা চালাইব মনুম্যের বাণিজ্য বাচিবে । তৃণ লতা বৃক্ষদির পুষ্টি করব - পশু পক্ষী কীট পতঙ্গ বাচিবে । আমর ক্ষুদ্র বৃষ্টি বিন্দু - আমাদের সমান কে ? আমবাই ,'র রাখি । তবে আয়, ডেকে ডেকে, হেকে হোক, নবনীল