পাতা:কবিতারত্নাকর.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

85 ন শক্তঃ অতো ন শোচামি ন বিস্ময়োমে ললাটলেথোন পুনঃ প্রয়াতি ৷ ইতৗতিহাসঃ ॥ মহারাজাধিরাজ রাজা বিক্রমাদিত্যের সামুজ্যে এক ব্ৰাহ্মণের সন্তান হইয়া রক্ষু পায় না এপ্রযুক্ত ব্ৰাহ্মণ বেদ বৈধ বিবিধ স্বস্ত্যয়নাদি করিল কিন্তু তথাপি তদোষের শান্তি নাহওয়াতে ভুান্তিপ্রযুক্ত ব্ৰাহ্মণ রাজদোষ নিশ্চয় ক রিয়া এক দিবস নৃপতিসন্নিধানে উপস্থিত হইয়। নানা প্রকার আবিস্কারপূর্বক রাজার উপালম্ভ করিল যে হে রাজন তোমার অধৰ্ম্মে আমার সন্তান নষ্ট হয় নৃপতি উত্তর করিলেন যে চিন্তার বিষয় নাই এবার তোমার সন্তান ভূমিষ্ঠ হইলে যষ্ঠ দিবসে স^বাদ করিব তৎকা লীন ইহার প্রতিকার করিব পরন্তু পরিমিত কালে ঐ বিপ্রের এক পুত্র সন্তান প্রসূত হইলে রাজার আজ্ঞানুস। রে ষষ্ঠ বাসরে নৃপতিগোচরে তদৃত্তান্ত নিবেদন করাতে রাজা তৎক্ষণাৎ বিপ্রের নিবাসে আগমনপুরঃসর সূতি নীর সূতিকালয়ের দ্বারেতে শয়ন করিয়া রছিলেন অন স্তুর রাত্রি গভীর হইলে বিধাতা ঐ বালকের ললাটে লি পির নিমিত্তে আসিয়া গৃহ প্রবেশ করিবেন এমত কালে বিক্রমাদিত্যকর্তৃক দ্বার অবরুদ্ধ দেথিয় ক্রুদ্ধ হইয়াক ছিলেন যে দ্বার পরিত্যাগ করাহ রাজা উত্তর করিলেন যে অগ্ৰে তুমি আত্মপরিচয় দেও তুৰে তোমার আজ্ঞা মৎকর্তৃক পালনীয় হইবেক তদুত্তর বিধাতা প্রত্যুত্তর করিলেন যে আমি লিপিকর্তা বিধাতা ইহা শ্রবণে পরম আহ্বাদে নৃপতি জিজ্ঞাসিলেন যে হে বিধাতঃ যদ্যপি আ মার নয়নগোচর হইলেন তবে প্রার্থনা এই বালকের অদৃষ্টে কি লিথিবেন তাহ আজ্ঞা করুন বিধাত কহিলেন প্রত্যাগমনকালে কহিৰ অনন্তর বালকের অদৃষ্টে যাহা লেখ্য তাহ লিথিয় বিধাতা অন্তধান হয়েন ইত্যবসরে