পাতা:কবিতারত্নাকর.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 17 নায় স্থির হইল যে আদৌ দৌবারিককে বলা যাউক যে অামারদের সাক্ষাৎ মহারাজের অঙ্কিা হইয়াছে যে ভ গবাননামক ব্ৰাহ্মণকে রাজসভায় যাইতে দিব না অন ন্তর দৌবারিকদিগকে এই কথা কহিবাতে তাহারা ঐ ব্রাহ্ম ণকে আর রাজসভায় যাইতে দিল না ঐ ভগবান ডগ বানের ইচ্ছা বলিয়া গৃহে প্রস্থান করিলেন তৎপরে ঐ ব্ৰাহ্মণকে না দেখিয় রাজ উদ্বিগ্ন হইয়৷ এক দিন সভা সদদিগকে জিজ্ঞাসা করিলেন যে ভগবান পণ্ডিত কেন আইসে না তাহাতে সকলে ঐক্য হইয়া উত্তর করিলেক যে সে মরিয়াছে বিশেষ রাজবৈদ্য কহিলেক যে হা অামি তাহার চিকিৎসা করিয়াছিলাম কিন্তু নিতান্ত পর মায়ু নাই অামি কি করিব এরূপ প্রত্যেকের সাক্ষ্য দেও য়াতে মহারাজ অত্যন্ত বিমর্ষ হইয়। দীর্ঘ নিশ্বাস পরি ত্যাগপৰ্ব্বক ভগবান পণ্ডিতের জন্য যথেষ্ট খেদ করি লেন অনন্তর এক দিবস মহারাজ নগরভূমণকারণ সভা সদাদি ও সৈন্য সামন্তসমভিব্যাহারে লইয়া বাদ্যোদ্যম পূর্বক মহোৎসবে বাহিরে আসিতেছেন তৎকালে উদ্বে গে তাদৃক ঐবিহীন ঐ ভগবান পণ্ডিত রাজদর্শনাকাঙুiয় সৈন্য সামন্ত অতিক্রম করিয়া যাইতে না পারিয়া এক উচ্চ বৃক্ষাগ্নে আরোহণপৰ্ব্বক উচ্চৈঃস্বরে রাজসম্বোধনে ডাকিতে লাগিল যে আমি তোমার সেই ভগবান পণ্ডি ত ইহা শ্রবণ করিয়া সকলে রাজাকে কহিলেক যে মহা রাজ এই পথ পরিত্যাগ করিয়া অন্য পথে গমন করা উচিত দেখুন সেই ভগবান মরিয়া ভূতযোনিপ্রাপ্ত হইয়া ঐ বৃক্ষের উপরহইতে উচ্চ নাদ করিতেছে তাহা শুনি য় রাজা সকলের কথায় বিশ্বাস করিয়া তদিগে অনব লোকনপূর্বক নগরভুমণানন্তর স্বগৃহে গমন করিলেন তা হা দেখিয়া ভগবান পণ্ডিত ঐ পূৰ্ব্বোক্ত শ্লোক পাঠ করি