পাতা:কবিতারত্নাকর.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

130 লে পর কোটাল কহিল ই তবে আমি তোমার কথা শুনি যদি তোমার স্বামির মস্তকচ্ছেদন করিয়া আন তথন রাজকন্যা হর্ষপৰ্ব্বক তাহ স্বীকার করিয়া শীঘু স্বগৃহে আসিয়া ঐ নিদ্রিত পতির মস্তকচ্ছেদন করিয়া তাহ হস্তে লইয়। ঐ কোটালের নিকট উপস্থিত হইল কোটাল রাজপুত্রের ছিন্নমস্তক এব°১ ঐ রাজকন্যার চর্য্যা দে থিয় নিজান্তঃকরণে বিশিষ্ট বিবেচনাপূৰ্ব্বক রাজকন্যা কে কহিল যে আহা তুমি আমাকে কি ভাল বাস চল অামারদের অার এ দেশে থাকা নহে দেশান্তরে যাইয়া স্ত্রী পুরুষের ন্যায় গাহস্থ্য করি ইহা কহিয়া রাজকন্যা কে সমভিব্যাহারে লইয়৷ কোটাল চলিল পথিমধ্যে এক ক্ষুদ্র নদী আছে তাহার নিকট যাইয়। ছলক্রমে কো টাল রাজকন্যাকে কহিল যে অগ্রে তোমার অলঙ্কারাদি পার করি পশ্চাৎ তোমাকে স্বন্ধে করিয়৷ পার করিব ইহা বলিয়া রাজকন্যাকে উলঙ্গ করণানন্তর সাটী বন্ত্রে তাবৎ অলঙ্কার বন্ধনপূর্বক স্বহস্তে লইয়া নদী পার হইল পরে রাজকন্যাকে কহিল যে উপপতির প্রীতির অনুরোধে স্বপতির শিরশেছদ করিলা এমন কঠিন অন্তঃ করুণ তোমার অতএব তোমাকে আমার প্রয়োজন নাই ইহা কহিয়৷ অলঙ্কার ও বস্ত্রাদি লইয়া পলায়ন করিল। রাজকন্যা নাভিদেশপর্য্যন্ত জলে মগ্ন করিয়া অম্বর পরি বৰ্বে অন্ধু অম্বরে লজ্জা সম্বরিয়া আছেন এমত কালে এক শৃগাল কিঞ্চিৎ মা^স লইয়। ঐ নদীর নিকটে ইতম্ভতে ভূমণ করিতেছিল । সে জলেতে এক মৎস্য দেখিয় স্থলে মাৎস রাথিয় ঐ মৎস্যাক্রমণে গমন করিলে মৎস্য লুক্কা য়িত হইল এখানে এক নকুল অাসিয়া ঐ কুলস্থিত মা^ স লইয়া গেল তাহাতে এ কুল ও কুল দুকুল যাওয়াতে শৃগাল ক্ষণেক কাল ব্যাকুল রহিল তদৃষ্টে রাজকন্য। জল