পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ br j দ্বিজ জাসি নিজলয়, মানি ফ্রব্য সমুদয়, নিবেদন কৈল সত্য নামে। পুজার প্রসাদ গুণে, ধন্য হৈল ত্রিভুবনে, অন্তে গেলা স্ত্রীনিবাস খামে। দ্বিজ স্থানে ভেদ পেয়ে, সাতজন কাটুরিয়ে, সিণি দিয়ে পূজে সত্যপীর। দুঃখ তিমিরের রবি, সকল বিদ্যায় কবি, অন্তে পেলে অনন্ত শরীর। সদানন্দ নামে বেণে, সত্যপীরে সির্ণি মেনে, কন্যা হেতু করিল কামনা । ঈশ্বর ঈচ্ছায় সার, জন্মিল দুহিতা তার, চন্দ্রমুখী চঞ্চল নয়ন ॥ কাদম্ব কোদর স্থল, কাদম্বিনী সুকোমল, চন্দ্রমুখী ছন্দ্রকল। নাম। হাসে হেরে যার পানেধৈরজ কি তার প্রাণে,কামিনী কামনা করে কাম কন্যা দেখি রূপযুত, আনিয় বণিক স্থত, বিৰাহ দিলেক সদাগর। দম্পতির মনোমত, কে জানে কৌতুক কত, এক তস্থ নাগরী নাগর । সদাগর মত্ত ধনে, মিণি নাহি পড়ে মনে, সজামাতা সাজিল পাটন। বীজে কড়ি দাম শিঙ্গা,বাতগামি সাত ডিঙ্গ , দুৰ্গদেশে দিল দরশন । সত্যপীর ক্ৰোধ মন, রাজভাণ্ডারের ধন, সাধুর নৌকায় থরে থরে । দৈবে দেখে রাজবলে, কোটাল প্রভাতে চলে, লোত পেয়ে বঁধেসদাগরে মৃত্যু হৈতে আয়ু রাখে, বেড়ি পায় বন্দিথাকে,মেগে খায় লায়ের নফর। যৌবনে প্রবাসে পতি, কাল নিত্য চাহে রতি, সাধু কন্যা হইল কঁপর। ভেদ পেয়ে দ্বিজ স্থানে, সত্যপীরে সির্ণিমানে, চন্দ্রকলা কান্তের কামনা প্রত্যুষে ফকির রূপ, স্বপনে দেখিয় ভূপ, ছেড়ে দিলা সাধু দুই জন । সাত গুণ ধনলয়ে, সাধু চলে নৌকা বেয়ে, প্রভু পথে হইল ফকির। তথাপি নিৰ্ব্বেধ সাধু চিনিতে ন পারে বিধু ক্রোধে ধন হৈল সব নীর বিস্তর করিয়া স্তুতি, পুন পেলে অব্যাহতি, নৌকায় পুরিল গিয়া ধন । অব্যাহতি পেয়ে তস্থ, ডিঙ্গ বেয়ে যায় পুস্থ, নিজদেশে দিল দরশন। -নিজদেশে উত্তরল, সাধু কন্যা বাৰ্ত্ত পেল, স্বামিরে দেখিতে বেগে ধায় প্রসাদ সিরুণীহাতে, ফেলে যায় পথে পথে,লাফানে, তা পানে নাহিচায় সত্যপীর ক্রোধভরে, সাধুর জামাত ময়ে, ক্রোন্দন করয়ে চন্দ্রকল। ওরে ৰিধি, হায় হয় –এ যৌবন বৃথা যায়, যেন রতি কামের অৰল।

  • এই বঙ্গভাষী মিশ্রিত পারস্য ভাষা ভূষিত পদের মর্গ মৰ্মজ্ঞ জনের গ্রহণ করিবেন ।