পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ S8 ) কিঞ্চিৎ ভুমি ইজারা লইয়াছেন, জগদীশ্বরের কৃপায় এবং কৰ্ত্তার আশীৰ্ব্বাদে তুমি সৰ্ব্বতোভাবে যোগ্য এবং কৃতী হইয়াছ, অতএব এই সময়ে তুমি অামারদিগের এই বিষয়ের “মোক্তার” স্বৰূপ হইয়া বৰ্দ্ধমানে গমন কর, রাজাকে রাজস্ব দিতে যেন বিলম্ব না হয়, এবং রাজদ্বারে ষেন কোনৰূপ গোলযোগ উপস্থিত না হয়, তুমি উপস্থিত মতে যখন যেৰূপ পত্র লিখিবে, আমরা তদনুৰূপ কাৰ্য্য করিব।—ভাই ! তাহা হইলেই অামারদিগের অন্ন ৰস্ত্রের আর কোনৰূপ ক্লেশ থাকিবে না” সেই আজ্ঞামুসারে ভারতচন্দ্ৰ বৰ্দ্ধমানে গমন করত কিছুদিন অবস্থান পূৰ্ব্বক কাৰ্য্য পরিচালন করেন, এমত সময়ে তাহার সহোদরের যথা নিয়মে নির্দিষ্ট কালে কর প্রেরণে অক্ষম হইলেন, ইহাতে রাজদরবারে বিবিধ প্রকার গোলযোগ হওয়াতে বৰ্দ্ধমানাধিপতি সেই ইজারাটা খাসভুক্ত করিয়া লইলেন, এবং ভারত তদ্বিষয়ে আপত্তি উপস্থিত করাতে দুর্ভাগ্য বশতঃ রাজকৰ্ম্মচারিগণের চক্রান্তরে পড়িয়া কারারুদ্ধঞ্চ হইলেন । কিন্তু কারাগারের কঠোর ক্লেশ তাহাকে অধিককাল ভোগ করিতে হয় নাই। কারারক্ষকের সহিত র্তাহার কিঞ্চিৎ প্রণয় ছিল, অতিশয়

  • বোধ হয় তৎকালের বদ্ধ মানাধিপতি পণ্ডিত ও কবিদিগের বিশেষ গৌরব ও সমাদর করিভেন না, অথবা ভারতের যথার্থ কবিত্ত্ব ও পাণ্ডিত্যের পরিচয় প্রাপ্ত হয়েন নাই, ইহা ন হইলে এৰত মহাত্মা ব্যক্তিকে কারাবদ্ধ করত এতদ্রুপ ক্লেশ প্রদান কেম কঞ্জিবেঙ্গ । -