পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬ ] ভে অল্পকূল হইয়া কৰ্ম্মচারি, মঠধারি, ও পাগুদিগের উপর এমত অণজ্ঞা ঘোষণা করিলেন, ষে “ভারতচন্দ্র রায় ও র্তাহার ভূত্য ষেপৰ্যন্ত ক্ৰক্ষেত্রে অধিবাস করিবেম সেপৰ্য্যন্ত যেন কেহ ই হার নিকট কোনৰূপ কর গ্রহণ না করে, ইনি বিনাকরে তীর্থবাসী হইবেন, যখন যে মঠে থাকিতে ইচ্ছা করিবেন, তখন সেই মঠে মান পুৰ্ব্বক স্থান পাইবেল, এবং ই হারদিগের আহারের নিমিত্ত প্রতিদিন এক একটি “বলরামী আটকে” প্রদান করিৰে, অণর বিশেষৰূপে সন্মান করিবে ।” ভারত পুরুষোত্তমে গিয়া রাজপ্রসাদে প্রসাদ ভোগ ভোগ করত ঐশ্ৰীভগবান শঙ্করাচার্ষ্যের মঠে বাস পূৰ্ব্বক &ভাগবত এবং বৈষ্ণব সম্প্রদায়দিগের গ্রন্থ সকল পাঠ করেন, সৰ্ব্বদাই বৈষ্ণবদিগের সহিত আলাপ করিয়া সুখী হয়েন । বেশ পরিবর্তন করিয়া উদাসীনের ন্যায় গেরুয়া বস্ত্র পরিধান করিলেন, তাহার ভূত্যটিও সেই প্রকার অণকণর প্রকার ও ভাব ভঙ্গি ধারণ করিয়া চেল! সাজিল, প্রভুটি “মুনি গোসাই” হইলেন, দাসটি বামুদেব” হইল । এক দিবস বৈষ্ণবের বৃন্দাবনধাম দর্শনের প্রার্থনা করিয়া ভারতের নিকট তদ্বিশেষ প্রকাশ করাতে ভারত তাহাতে সন্মত হইয়া তাহারদিগের সমভিব্যাহারী হইতে অত্যন্ত ইচ্ছাকুল হইলেন। পরে সকলে একত্র হইয়। ক্ৰক্ষেত্র হইতে যাত্রা করত পদব্রজে জিলা হুগলির অস্তঃপাতি খানাকুল, কৃষ্ণনগরে অসিয়া উপস্থিত হুই