পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७ ] ষে দুইটি কবিতা প্রকাশ করেন তাহ পত্রস্থ করিলাম সকলে দর্শন করুন।— যথা । কৃষ্ণের উক্তি । চৌপদী। বয়স আমার অল্প, নাহি জানি রস কল্প, তুমি দেখাইয়া ভল্ল, জাগাইল যামী । ননী ছান। খাওয়াইয়া, রসরঙ্গ শিখাইয়া, অঙ্গ ভঙ্গ দেখাইয়া; তুমি কৈলা কামী । তুমি বৃষভান্থ স্থত, ' অশেষ চতুরী যুত, তোমার ননদীপুত, সব জানি আমি । আগে হানি নেত্র বtণ, কীড়িয়া লইলে প্রাণ, এখন কর অভিমান, অ1, অীরে মামী || ১ রাধিকার উক্তি উত্তর। চৌপদী। ছড়াটি বধিয়া চুলে, মাল পর বনফুলে, দীন মাগে। তরুমুলে, আমি তেমন মাগিনে । মোরে দেখিবার লেগে, অমুরাগ রাগে রেগে, রাত্রি দিন থাক জেগে, আমি তেমন জাগিনে । বুক বাড়ীয়েছে নন্দ, যার তার সনে দ্বন্দ, কোন দিন হবে মন্দ, আমি তোমায় লাগিনে । श्छ७iझ बिंबश्च बहtय, সে ভয়ে পড়ক বীজ, মানী 'বোলে নাহি লাজ, আ, আরে ভাগিনে ॥ ২