পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७१ ] শ্ৰীকৃষ্ণচন্দ্ৰৰূপ পরিসদঃ সুকৰ্ম্ম, নাগষ্টকং ভণতি ভারতচন্দ্র শৰ্ম্ম । এfভজনে। ভবতি যো মণিমন্ত্ৰ বৰ্ম্ম, তত্তরয়েৎ লপদি নাগভয়tৎ সুধৰ্ম্ম । আহা ! আহ –কি স্বমধুর –কি আশ্চর্য –কি চমৎকার কৌশলে, কি সুললিত সুধাময় শব্দে এই পত্র এবং নাগাষ্টক বিরচিত হইয়াছে ! ঐ কবিতার প্রসাদ গুণ, ছন্দের পারিপাট্য, বাক্যের মাধুর্ঘ্য এবং ভাব ও রসের তাৎপৰ্য্য ব্যাখ্যা করিতে আমরা সংপূৰ্ণৰূপেই অক্ষম হইলাম । জগদীশ্বর প্রসন্ন হইয়। যঁrহারদিগ্যে কবিত্ব, পাণ্ডিত্য এবং সৰ্ব্ব বিষয়ের ক্ষমত প্রদান করিয়াছেন,তাহারাই-ইহার স্বৰূপ গুণ গ্রহণ করিয়া পরিতোষিত হইবেন । আমরা এই মাত্র বলিতে পারি, এই বঙ্গদেশে বাঙ্গালি শ্রেণীতে বাঙ্গলা ভাষার কবিতা-রচকের মধ্যে র্তাহার ন্যায় উচ্চ ব্যক্তিপ্রায় কেহই জন্ম গ্রহণ করেন নাই । অপিচ তিনি ষে সকল সংস্কৃত কবিতা রচনা করিয়াছেন, তাহাও অতি উত্তম, বিশেষ ব্যাখ্যার যোগ্য বটে, তস্তিম্ব তেঁহ পারস্য ভাষায় কবিতা প্রস্তুত করিতে পারিতেন, “ব্রজবুলী, হিন্দি ও যাবনিক শব্দে ভিন্ন ভিন্নৰূপে এবং সংস্কৃত, ব্রজবুলী, ছিন্দি ও যাবনিক ইত্যাদি মিশ্রিত শব্দে ষে সমস্ত কবিত। রচিয়াছেন, তাহাও অতি উৎকৃষ্ট হইয়াছে —একাধারে এত অধিক গুণ প্রায় দুষ্ট হয় না, অতএব ইনি সৰ্ব্ব প্রকারে সর্ব লোকের নিকট যশের ব্যপারে অগ্রগণ্য হইবেন, তাহাতে কোন সংশয় নাই।. এই মহোদয় যদ্যপিও অদ্যাপি এই পৃথ্বী সমাজে