পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

馨 I డిసి ] সম্বরণ পুৰ্ব্বক যোগ্যধামে যাত্রা করিলেন। প্রদীপ্ত প্রদীপ এককালেই নিৰ্বাণ হইল ।—সকলে হাহাকার করিতে লাগিলেন । d o কেহ কেহ কছেন, র্তাহার প্রথম রোগের স্বত্র বহুমুত্র, কিন্তু তৎপরে ভস্মক রোগ জন্মিয়াছিল । ইনি ১৬৩৪ শকে, বাঙ্গাল ১১১৯ সালে মর্ত্যলোকে জন্ম গ্রহণ করিয়া ১৬৮২ শকে বাঙ্গাল ১১৬৭ সালে ইহলোক হইতে অবসৃত হয়েন। বর্তমান ১২৬২ সাল পর্যন্ত তাহার জন্মের বৎসর গণনা করিলে ১৪৩ বৎসর, এবং মৃত্যুর বৎসর গণনা করিলে ৯৫ বৎসর হইবেক । আহা ! কি পরিতাপ ! এমত গুণশালী মহাত্মা মহোদয় ৪৮ বৎসরের অধিক কাল এই বিশ্ববাসে বিরাজ করিতে পারেন নাই । এই ৪৮ বৎসরের মধ্যে বিংশতি বৎসর বাল্যলীলা এবং বিদ্যাভ্যাসে গত হয়, তাহার পর দুই তিন বৎসর বৰ্দ্ধমানে বিষয়কৰ্ম্ম ও কারাভোগ করিয়া অনুমান ১৫ । ১৬ বৎসর উদাসীনের বেশে লীলাচলে দেব দর্শন ও শাস্ত্রণলোচনায় গত হইল,—তৎপরে এক বৎসর কাল শালীপতি ভ্রাতার বাটীতে ও শ্বশুরালয়ে এবং ফরাসডাঙ্গয় ইন্দু নারায়ণ চৌধুরির নিকটে ক্ষয় করত ৪০ বৎসর বয়সের সময়ে নবদ্বীপেশ্বরের অধীন হইলেন, এবং সেই বর্ষেই “অন্নদামঙ্গল , এবং “ বিদ্যাসুন্দর , রচনা করিবুেন । উক্ত সংযুক্ত গ্রন্থের বয়স ১০৩ বৎসর হইল, কারণ তিনি ১৬৭৪ শকে, বাঙ্গালী ১১৫৯ সালে রচনা করেন, অন্নদমঙ্গলে তাহার বিশেষ নির্দেশ করিয়াছেন ।