পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ to ] তেও আশ্চৰ্য্য, কেননা দেখ স্ত্রীকৃষ্ণ লোকলজ্জা ভয়ে গভীর রাত্রিকালে নিবিড় বন মধ্যে গোপীগণের সহিত রাসক্রীড়। করিয়াছিলেন, ভূমি কোলাহলময় নিয়ত জনপুরিত মালিনীমন্দিরে দিবসে বহু নায়িকার সহিত রাস করিয়া থাক, অতএব সাবাস সাবাস, তোমার লম্পটত ভাবে আমি ৰলিহারি যাই । “অমুকুল ইত্যাদি” প্রথমতঃ পতি সৰ্ব্বদ অমুকুল থাকিয়। পশ্চাৎ যদি প্রতিকুল হয়েন তবে তাহীকে ধৃষ্ট শঠ ও দক্ষিণ, এই ত্রিৰিধ নিকৃষ্ট নায়কের সহিত তুল্যরূপে নির্দেশ করা যায়।

  • ধৃষ্ট। যথা।

কুভাগ অপি নিঃশঙ্ক স্তজি তোহপি ন লজ্জিতঃ । দৃষ্টদোষেইfপ মিথ্যাবাক কথিতে ধৃষ্ট নায়কঃ । অর্থাৎ অপরাধী হইয়াও শঙ্কারহিত, তিরস্কৃত হইলেও লজ্জাহীন, এবং দোষ দর্শন করাইলেও মিথ্যা কথন, অর্থাৎ যে বলে এ কার্য আমি করি নাই, তাহারি নামস্থষ্ট নায়ক। এস্থলে অন্য নারী সম্ভোগ জন্য অপরাধী হইয়tছ, তথাপি কিঞ্চিৎ শঙ্ক! দেখিতে পাই না, এই কারণে তুমি খৃষ্ট-লক্ষণাক্রান্ত হইলে ইতি ৰ্যঙ্গোক্তি । শঠ। যথা । একস্যামপি নারিকায়াৎ বদ্ধভাবেtহপ্যন্যস্যাং গৃষ্টং বিপ্রিয় নাচরতি ল শঠঃ । ५ অর্থাৎ এক নারীতে যাহার অতিশয় বদ্ধপ্রেম, আর অন্য নারীভে গোপনে প্রতিকুলীচরণ, তাহার নাম শঠ নায়ক । এস্থলে তোमtā 4थक्षlङ्ग भi*ावश्iिङ्ग षtनtं जtनiभिन्नicश् षि ** ।