পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ex I দক্ষিণ । যথা । বহুনাং নায়িকীনন্থি নয়কে দক্ষিণে মতঃ । অর্থাৎ বহু নায়িকার একজন যে নায়ক তাহার নাম দক্ষিণ । এ নয়কের এক স্থানে প্রেমের স্থিরত থাকে না, এই হেতু তুমিও প্রতিকুলনামক । মালিনীর বাটীতে রাসক্রীড়া করণ দ্বারাই তুমি যে দক্ষিণনায়ক হইয়tছ তাহার সন্দেহ নাই, ষেহেতু বহু নায়িকা ব্যতিরেকে কদাচ রাসক্রীড়া সম্পন্ন হয় না। বিদ্যার প্রতি সুন্দরের উক্তি । আপন চিহ্নেতে কেন, হইলা খণ্ডিত । লাভে হৈতে হৈলা দেখি, কলহান্তরিত । ১ । ভেবে দেখ নিত্য নিত্য, বাসসজ্জা হও । উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধ, একদিন নও ৷ ২ ৷৷ কখনো ন হইল, করিতে অভিসার । স্বাধীন-ভৰ্ত্তক কেবা, সমান তোমার। ৩ । গ্রোষিত-ভর্তৃক হোতে, বুঝি সাধ যায়। নৈলে কেন বিনা দোষে, খেদাও অামান্ন ৷৷ ৪ ৷৷ [ ইহার টীকা । ] “ আপন চিহ্নেতে ইত্যাদি ” পাশ্ব মেডি প্রিয়ে যস্য। অন্য সম্ভোগ চিহ্ণিতঃ . সা খণ্ডিতেত্তি কথিত ধ"রৈরীর্ষ কম্বায়িত্ত ।