পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ съ | পাবে"না। এই স্থলে অন্য রসের কথাই নাই, সমস্ত গ্রন্থখানি অন্বেষণ করিয়া দুই এক স্থানে যৎকিঞ্চিৎ করুণ রস যাহা দৃষ্ট হয়, তাহাও শৃঙ্গর রসের প্রসঙ্গাধীনেই লিখিত হইয়াছে, শান্তিরস নাই বলিলেই হয়। অপিচ নায়িক বিশেষের অবস্থা বিশেষ, ও নায়ক প্রভেদ ও উদ্দীপন, আণলম্বন, বিভাবন ও কোন কোন স্থানে স্বনি ও ব্যঙ্গ ইত্যাদিও সংক্ষেপে নির্দেশ করিয়াছেন । এই সকল বিশেষ কারণ বশতঃ এই সকল বিষয়ে মহাকবি ভারতচন্দ্র রায় গুণাকর বিরচিত অন্নদামঙ্গল গ্রন্থ অন্যান্য ভাষা গ্রন্থ হইতে অনেকাংশে উৎকৃষ্ট । অবশ্যই কহিতে হইবে । 奪 এই মহাশয় অন্নদামঙ্গল রচনার পূৰ্ব্বে কিম্বা পরে যে সকল ভাষা কবিতা রচনা করিয়াছেন, অন্নদামঙ্গলের সহিত তাহার তুলনা কোন ক্রমেই হইতে পারে ন, ইহাতে বিশিষ্টৰূপেই প্রমাণ হইতেছে, যে, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সভার আশ্রয় লওয়াতেই নানা কারণে এই অন্নদামঙ্গল অনেক প্রকারে দোষ-শূন্য ও প্রক্লষ্ট হইয়াছে, পরন্তু পদ্যের দ্বারা ইহার পাণ্ডিত্য, বিদ্যা, পরিশ্রম; এবং যত্নের ব্যাপার যত একাশ পাইয়াছে, দৈবশক্তির পরিচয় তত প্রকাশ পায় নাই, ফলতঃ যে পৰ্য্যন্ত ব্যক্ত হইয়াছে তাহাও সাধারণ নহে । প্রস্তাব সঙ্গ করণ সময়ে পুনৰ্ব্বার একবার লেখনী ধারণ করিতে হইল, কারণ ভারতচন্দ্র রায় “সত্যপীরের ব্ৰতকথ৷ ” যাহা চৌপদী ছন্দে বর্ণনা করিয়াছেন, তাহার