পাতা:কবিবর ৺ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ס\ অপর কয়েক মাল নেটুযোগে কেবল জলে জলে বহু স্থলে ভ্ৰমণ করিলাম, অথচ অদ্যপি সুস্থ হইয়া পুৰ্ব্ববৎ সবলাবস্থা প্রাপ্ত হইতে পারি নাই, এই ঘোরতর ভয়ঙ্কর সময়েও ক্ষণকালের নিমিত্ত কবিতা সংগ্রহের অসুষ্ঠান হইতে বিরত হুই নাই ; রোগের ভোগের যাতনায় জড়িত হইয়া সময়ে সময়ে প্রাণের প্রত্যাশ পরিহার করিয়াছি, তথাচ এ প্রত্যtশ পরিত্যাগ করি নাই । সুপ্তির যথার্থ রূপ তৃপ্তি ভোগ প্রায় রহিত হইয়াছিল, অথচ স্বপুে স্বপুে এমত অনুমান হইয়াছে, যেন আমি আপনার অভিপ্রায়ামুযায়ি কার্য সাধন করিতেছি । আমি সজীব থাকিয়া এই গুরুতর ব্যাপার সহজে সম্পন্ন করিডে পারি এমত সম্ভাবনা দেখিতে পাই না, কেননা একে ধনাভাব, তাহাতে আবার দৈহিক বলের হ্রাস হইয়া ক্রমে মৃত্যুর দিন নিকট হইয়t অ।সিতেছে। যদি মনের মত ধন থাকিত তবে কখনই এতাদৃশ খেদ করিতে হইত না, অর্থ ব্যয় দ্বারা অনেকাংশেই অভিলাষ পরিপুর্ণ করিতে পারিতাম। যtহ হউক, আমরা এ পর্যন্ত সাধ্যের অতীত অনেকু ব্যয় করিয়াছি ও করিতেছি এবং ইহার পর যত দূর সাধ্য তত দূর করিব, কোনমতেই ক্ৰটি করিব না, ইহার নিমিত্ত যখন মহারঞ্জ পরমায়ু পৰ্যন্ত প্রতিজ্ঞা করিয়াছি, তখন সামান্য ধনে অধিক কি সুেহ জন্মিতে পারে। এতদেশীয় পুৰ্ব্বতন কবিদিগের জীবনবৃত্তান্ত পুৰ্ব্বে কেহ লিথিয় রাখেন নাই, এবং সেই সেই কবি মহাশয়েরাও আপনাপন বিরচিত প্রবন্ধ প্রকরণ প্রকটন পুরঃসর তন্মধ্যে স্ব স্ব পরিচয় লিপিবদ্ধ করিয়া মানবলীলা সম্বরণ করেন নাই, সুতরাং এই ক্ষণে তৎসমুদয় প্রাপ্ত হইয়। সর্ববলোকের স্বগোচর করা যক্রপ কঠিন ব্যাপার হইয়াছে তাহা বিজ্ঞজনেরাই বিবেচনা করুন। অামি এক প্রকার সৰ্ব্বত্যাগী হইয়া শুদ্ধ এই বিষয়েই প্রবৃত্ত হইয়াছি, ইহাতে আমার অবস্থা যুদ্ধপ হইয়াছে তাহ আমিই জানিতৃেছি, ཨ་ཐ་༣ যিনি সৰ্ব্বসাক্ষী তিনিই জানিতেছেন । জাশী ও সাহসের অভিয় লইয়৷