পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৯৭ ) কমন্ত্রাকাস্তের যদি, আনিয়া মিলায় বিধি, সেরূপ লাবণ্য নিধি, হৃদয়ে রাখিতে ॥ ২৬০ ॥ রাগিণী বাহার। তাল জলদ তেতাল । বন্ধু! তুমি কয়েছিলে কালি এই কথা। প্রিয়সি তোমার বই, আর কার নই, তবে এত রজনী বঞ্চিলে বল কোথা ? সাধিতে আপনার ফল, কত না চাতুরি বল, বুঝিলাম তোমার যেমন সুজনতা ৷ আপনি করিয়ে প্রেম রাখিতে রসরাজ ! কেবল কলঙ্কডালা, মোর মাথে সাজাইলা, এই করিলে প্রাণ ! খেয়ে মোর মাথা ॥ কমলাকাস্তের বাণী, শুন হে লম্পটরাজ ! অবলা কুলের বালা, অধিক প্রেমের জালা, অতি অমুচিত তব, সরলে শঠতা ॥ ২৬১ ॥ রাগিণী বেহাগ । তাল জলদ তেতাল।। তোমারে আপনার কোরে, ভাবে যেই জন । প্রাণ রে! তুমি তারে, কেন কর এত বিড়ম্বন । এ কেমন প্রেম, উভয় মন সম নয় । কেহ সুখভাগী, কেহ, দুঃখের কারণ ॥ যতনে রতন তরু করিলে স্বজন । ফল ফুল কালে তারে, নাকফ । সেচন। মুকুলে আকুল অতি, সংশয় জীবন । তুমি তার হিত আর করিবে কখন i ২৬২ ॥ রাগিণী সরুফুরদা। তাল জলদ তেতাল । । ইহারি কুরণে হুপিলাম যৌবন জীবন প্ৰাণ। পুরুষ রতন তুমি, রসিক সুজন । જે