পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐশ্ৰীহরি পরপং । অথ পদাবলী। রাগিণী পরজ। তাল জলদ তেতালা । দীনে তারিতে, দয়াময়ী নাম ধর, গো ও জননি । অতিশয় দুরাচার, অন্য গতি নাহি ষার, তারে নিজ গুণে করুণ। বিতর ॥ চৈতন্য রূপিণি, চিদানন্দ স্বরূপিণি, কালি, জননি কিঞ্চিত যদি নয়নে হের । কমলাকাস্তের এই, নিবেদন কৃপাময়ি, হেমা অনুগত, তনয়ে সম্বর, গে| ৷ ১ ৷ রাগিণী পরজ । তাল জলদ তেতালা । মা ! চরণারবিন্দে হরমোহিনি, রাখিও করুণয় গিরি তনয়ে ॥ মায়াতে মোহিত আমি, পতিত পাবনী তুমি, হর তম মম বিষয়ে ॥ সংসারার্ণব তারণ তরণী, চরণ চরম সময়ে। কাল কলুষ কলি কবিৰ নাশিনি, কৰুণাস্তুর অভয়ে। ত্ৰিভুবন জননি, জন্ম প্রতিপালিনি, সংহারিণি প্রলয়ে। কমলাকান্ত কৃতাস্ত বারিণি, নৃপৃতেজশ্চত্র সময়ে | २ |