পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( , ) হবে ভবে পার। কমলাকাস্তের ইহকালে পরকালে, কালী বিনা গতি নাহি আর, রে ॥ ১৭ ॥ রাগিণী খাম্বাজ। তাল জলদ তেতালা ॥ তুমি আর কেন কর বিষয় বাসনা রে । r মিছে কাজে গেলো দিন, দিনে দিনে তনু ক্ষীণ, দুর কর মনের বাসনা রে | * চারি পাশে মায়াজাল, কেশাগ্র ধরিয়ে কাল, ইহা তুমি জানিয়ে জাননা। কমলাকাস্তের কাছে, এখন উপায় আছে, কালীভাব পুরিৰে কামনা রে ৷ ১৮ | রাগিণী স্থরট মল্লার। তাল জলদ্র তেতালা । কেমনে তরিব বল, ওদুটি চরণ বিনে । ভয়ে চিত কম্পিত, বারে হের ত্রিনয়নে ॥ আমি অতি মূঢ়মতি, না জানি ভকতি স্তুতি, ভরসা করেছি তৰ কৃপাময়ী নাম শুনে ॥ অপার বিষম ভবে, তোমা বিনা কে তারিবে, কমল চকোর লোভে, শ্রীচরণ সুধাপানে ॥ ১৯ | রাগিণী হরট। তাল জলদ তেতালা ॥ মন! ভ্রম কেন মিছা, মায়াময় মধু আশে । দেখনা ! করুণানয়ী, সুধাংশু বরিষে। - ত্যজিয়ে সঞ্চিত রত্ব, কাচ উপার্জনে যত্ন, একি ভ্রাত্তি মুগা ভ্রম, কালাস্তুক বিষে ॥ অতুল চরণার বিদ, তাহে কত মকরদ, অন্ধসম না দেখ অলসে। তুমিত মুকৃতি বট, তবে কেন কৰ্ম্ম নট, কালীরট কমলাকাস্তের উদ্দেশে ॥ ২০ ।