পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ه لا ) | রাগিণী পরজ। তাল জলদ তেতালা । তারা বল কি হবে বিফলে দিন যায়, মা ! ! মন যে চঞ্জল অতি নিষেধ না মানে, তবে আমি কি করি উপায়, গো ! ॥ * বিষয়ে আবৃত মন, ভ্রময়ে অকারণ, সদা সুত দারা ধন, আরাধিতে চায় । কমলাকাস্তের চিত, সদা উন্মত্ত, শ্যামা ! মা যদি রাখ রাঙ্গা পায়, গো ! ॥ ২৭ ॥ রাগিণী বিবিট। তাল জলদ তেতাল। তোমা বিনা কে আছে আমার, গো শ্যামা ! । মন দুঃখ কারে কব, কিসে প্রাণ জুড়াব, মা ! ! বিষয় প্রমোদে, ক্রিয়া অনুরোধে, উভয় সঙ্কট অতি ভার ॥ প্রমত্ত অনিত্য কাজে, অলস চরণাম্বুজে, কাম ক্রোধ লোভ মোহে, ভ্ৰমি অহঙ্কারে। রিপু পরিবারে, ছুরিত বিস্তারে, তেঁই মন হলো দুরাচার। কমলাকাকান্ত নিতান্ত ভরসা মনে, মা ! মোরে ভবার্ণবে করিবে নিস্তার। অকরণ করণ শঙ্করী সব কারণ তেঁই পদ করিয়াছি সার ॥ ২৮ রাগিণী সিন্ধু। তাল টিম তেতালা । মা ! আমি গো তোমারই অকৃতি তনয়, আমার গুণাগুণ সম্বর হরসুন্দরি। বঞ্চনা অধীন জনে উচিত না হয়, মা ! ॥ মূঢ় জ্ঞানি অচেতন, আরাধিতে মম মন, মা ! অভয় চরণে মন, কদাচ না রয় ॥ ২১ | • * {} কমলাকাস্তের মনে, এই আশা নিশি দিনে, মা হয়ে কি অকিঞ্চনে, না হবে সদয় ॥ ২১ ॥ *