পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २y ) রাগ বসন্ত । তাল ধামার । ভৈরবী ভৈরব জয় কালী কালী বলি নাচত সমর সুধীর । সমর তরঙ্গ বিরাজয়ি শঙ্করী, সুখদ বসন্ত সমীর । যেই ব্ৰহ্ম ভূমিপতি ব্ৰহ্মবধূগণ দেয়ত ঐঅঙ্গে আবীর। সেই তযু শ্যামারূপ যোগিনী সঙ্গে, খেলত রঙ্গ রুধির । বিপরীত রঙ্গে, শ্ৰমজল অঙ্গে, সুধাময় সিন্ধু গভীর। তরুণ বয়সি তরুণশিব তরিপর পুলকিত খামা শরীর । ক্ষিতি তল চুম্বিত কেশ দিগম্বরী, ভূষণ নর কর শির। কমলাকান্ত মনোহর রূপ হেরি, বরিষয়ে আনন্দ মীর । ৫১ ৷ রাগ বাহার বসন্ত । তাল জলদ তেতালা । চুটী চরণ সরোজ সরোজোপরে, আসব উনমত, অলি গুঞ্জরে । একি অপরূপ প্রফুল্ল পঙ্কজোপরে, ওপদ নখর ছলে, শশী বিহরে। কি শোভা যাবক, কি শীতল পাবক, কিবা তরুণ অরুণ আসি উদয় করে। কমলাকান্ত অনুপ রূপ ভূপ, নিরথি পুলকে তনু, নয়ন সবুরে । ७० ।। রাগিণী কানেড়া বুাগেশ্বরী। তাল একতাল । দয়াময়ি করুণাময়ি দীনে তার, গো কালি ! এ তমু জীর্ণতরি স্ববশ নয়, ভব তরঙ্গ অনিবার, গো ॥ সাজাইয়াছি গাপের ভরা, গমনে হইয়াছি ত্বরা, বিতি চরণে, যত বাণিজ্য আমুর। কমলাকাস্তের গতি ঐ তার নাম, ভরসা ভবাৰ্ণবে ভব কর্ণধার, গো ॥ ৬১ ৷ Q