পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७७ } ঐ বামা শস্তু সাধন করে, অর্থ শস্তু হাঙ্গে পথ ধরে ; ভ্রময়ে উলঙ্গ গলিত চিকুরে, তথাপি ত্রিভুবন মন প্রমোহিণী ॥ ঐ মেয়ে ভুবন পালন করে, অর্থ প্রলয়ে পঞ্চম হরে ; কমলাকাস্ত মানস বিহরে, কুলপথ ধ্যান মানস মণি ॥ ১০১ । রাগিণী টোড়ি। তাল কাওয়ালি । তবে কেন হইল মানব দেহ, গুরু চরণে মতি হইল না । বে কারণে এই তমু ধন্য, কেন সে পথে আমার মন গেলো না । আমার ধন, আমার পরিজন, আমার সুত দারা ; এই কোরে হইলাম পথহারা, সারাৎসারা পরাৎপর, তার নাম লইলে না । কমলাকান্ত হইলে নিতান্ত উন্মত্ত, কুপথ ভ্রমণে ক্ষমা দিলে না, সুপৰ মনেরে শিখাইলে না ॥ ১০২ ৷ রামপ্রসাদি সুর। তাল একতাল । শুামা ! ভাল ভেবেছো মনে। বে ওপৰে আশ্রয় লয়, তারে বিষয় বিষে রাখবে কেনে। কিঞ্চিত করুণাময়ি, কালি যদি চাও নয়নে । তবে নিরানন্দ দুরে যায় মা ! সদানন্দ সুধাপানে । বিষয় পথের পথি যারা, সে চলবে কেন তাদের সনে । সে একাকী বিরলে বসে, হসে হেসে চায় যাত্ৰিগণে ॥ কমলান্তের এই, নিবেদন মা ! শ্ৰীচরণে । আমার একুল গেল ওকুল রাখ, সকুল হও নাথের বচনে ॥১০৩ ৷ রাগিণী আলেয়া । তাল জলদ তেতালা । শঙ্কর মনমোহিনী তারা, ত্রাণ করিণী, ত্ৰিভুৱন অৰ বিদাধি, ভব জুননী। இ छदानैौ उप्लड़न्नैौ, उँौटश शांभैौ ठग्न शब्रिनैौ उॉब्रिभौ ॥