পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 85 ) শুনিত্য ধন উপার্জনে, ভ্রমণ কর রে দেশে দেশে। তোর করে যে অধুল্য নিধি, চিন্‌লি না রে! সৰ্ব্বনেশে। কমলাকাস্তের মনু, সুধাভম হয়েছে বিষে । তুই! অভয় চরণ, কর্ন স্মরণ, ঘর পাবি আর ঘুচ বে দিশে ॥১১৫ । রাগিণী ঝিকি ! তাল একতাল।। যতন কোরে ডাকি তোরে, আয়ু আয়, মন্‌ স্বয়া পাখি ! • কালী পাদপদ্ম পিঞ্জরে, পরমানন্দে থাক দেখি ॥ সদা শুন কুমন্ত্রণ, নিত্য নূতন বিড়ম্বন ; মায়ের নাম সুধায় ভাঙ্গ ক্ষুধা, কুসন্তানে দিয়ে ফাকি । পাইয়া পরম ধাম, সুখে ডাক মায়ের নাম ; এসে অনিত্য বাসনা ত্যজি, নিত্য সুখে হওনা সুখী। কমলাকাস্তের মন! ত্যজ অন্য আরাধন ; এসো কালীনামে ডস্ক দিয়ে, শঙ্কা ত্যজে বসে থাকি ৷৷ ১১৬ ৷ রাগিণী যোগিয়া । তাল একতালা । তুমি ভুলনা বিষয় ভ্রমে, মন রে! আমার। ঐ দুর্গা অমৃত বাণী, সদা কর সার। ধন জন গৃহ জায়া, এসকল মিছা মায়, মন রে! ভেবে দ্যাখ নিজ কায়া, নহে আপনার ॥ 鲁 পেয়েছ পরম নিধি, এসো না মৃতনে সাধি, মন রে! কমলাকাস্তেরে স্বদি, করিবে নিস্তার ॥ ১১৭ ৷ রামপ্রসাদি হর । তাল একতাল ; র্তেই বলি সুবিধানে চল। এষে দধিনে ভায়ার লাট রে বাবা। চলে সিক্কে কল জলুসি সেথ, না চলে আড় কাটরে বাবা ৷