পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8७ ) , রাগিণী পরজ কালাংড়া। তাল জলদ তেতাল,। ওগো নিদয়া ! তোরে, দয়াময়ী লোকে কয়। তারা, জানে না পাষাণেরর মেয়ে, হৃদয় পাষাণময় ॥ ও দুট চরণ বিনে, অন্য কিছু যে না জানে ; এত দুঃখ তার প্রাণে, তোমার উচিত নয়। তুমি আপনার সুখে সুখী, পর দুখে নও দুর্থী, তবে কি কারণে ত্রিভুবনে, তব আশ্রয় লয় ॥ কমলাকাস্তের এই, নিবেদন ব্রহ্মময়ি ! তোরে কে সেবিত; যদি না থাকিত যম ভয় ॥ ১২৯ ৷ রাগিণী গারাভৈরবী । তাল টিমাত্রেতালা । মা ! আর না সহে, ভব যাতনা | অকৃতি সস্তানে দেহি, নিজপদ ছায়া ॥ কি করিতে কি না হয়, মন মোর বশ নয় ; যা হইল সেই ভাল, বিষয় কামনা ৷ ওপদ আনন্দময়, যে জন শরণ লয় ; ইহকালে পরকালে, কিসের ভাবন । কমলাকাস্তের প্রতি, কেন মা বঞ্চনা অতি ; না জানি জননীর মনে, কি আছে বাসন ॥ ১৩০ ॥ রাগিণী বেহাগ । তাল একতালা । ও নিস্তার কারিণি তারা, গো ! । ত্ৰাহি মামৃ ভবে ভয় হারিণি ॥ ওমা! পড়েছি পাথরে, না জানি সাতার ; জুননি। দুকুল হয়েছি হার, গো । ও মা ! বাধি নিজ পাশে, ভমাইলে দাসে, মায়ের কি এমন ধারা, গো ! [ ስmእ {}