পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8S ) অঞ্জন অধরে আতসে মুকুতা ফল, নীল লোহিত ভ্ৰমে, অলি-কুল ধায় । ক্ষণে ক্ষণে হাস্য কটাক্ষ কামিনী করে, শিবের মন সহজে ভুলায়, রে। মৃগাঙ্ক অরুণ চরণ নখ কিরণে, রক্তোৎপল জিনি পদতল তায় । কমলাকান্ত ! অনন্ত না জানে গুণ ঐচরণ, মানবে কি পায়। ১৩৮ রাগিণী যোগিয়া । তাল ঢ়িমাতেতালা ॥ ভাল প্রেমে ভুলেছ হে ভোলা! মহাদেবা। পাইয়ে চরণচিহ্ল, কদাচনা কর ভিন্ন, নিরধি নিরখি কর সেবা ॥ জিনি ঘনপরিবার, নিকর চিকুর ভার, আলুয়ে পরেছে অঙ্গে, অপরূপ শোভা । ষোড়শী দিগম্বরী, দিগম্বর ত্রিপুরারি, তোমার মহিমা জানে কেবা। - আনন্দে নাহিক ওর, মদনের মনচোর, রমণী অলসে বশ, রণ রস লোভা। রসনা রুসিক মুখে, রমণী রময়ে সুখে, কমলাকাস্তের কমলে ব| || ১৩১ ৷৷ রাগিণী পরজ কালাংড়া। তাল জলদ্র তেতাল।। হায় গো আমার কি হইলে, হৃদি সরোরুহ দলে । কালো কামিনী মুকালো ॥ & যখন নয়ন মুদ্ধিয়াছিলাম, তখনি ছিল, চাহিতে চঞ্চলা মেয়ে, পলকেতে মিশাইল । আমরি কি সুন্দরী, অতুল পঙ্গ রাওল, আদ্য যামে হংস যেমন অংশুতে উজ্জ্বল , কমলাকাস্তের মন মিছে ভাব অকারণ, যদি পাৰে শু্যামা ধন, নয়ন মুদ্ধে থাকা ভালো ॥১৪০ ৷ (t