পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( , ७8 ) কমলাকাস্তের এই, নিবেদন ব্রহ্মময়ি ! শমন-শঙ্কট যদি, না থাকিত নরে। ১৭১। * রাগিণী যোগিয়া । তাল জলদতেতাল ॥ তথাচ জননি! তৰ, তারা নামে তরিব। যখন যেমন রাখ, সেই মতে রহিব ৷ অঘটন ঘটনা যদি, ঘটেতে কি করিব, মা ! । পাপ করি পুণ্য করি, ঐ নামে সম্বরিব ॥ কমলে বঞ্চনা কর, এই বারে তা বুঝিব। কেমনে ত্যজিবে তুমি, আমি যে না ত্যজিব ॥ ১৮ রাগিণী হাম্বীর। তাল জলদতেতালা ॥ করুণাময়ি খামা গো মা ! ময়ি দীনে, ক্ষতি কি হেরিলে, নয়ন কোণে | হেমা ! হেরিলে হইব পার, এ কোন তোমারে ভার, মহিমা জানে জগজনে ॥ শঙ্কট বারিণি, তারয় তারিণি! দুর্গে দুর্জয় নিবন্ধনে। : হেমা! বারে বারে যন্ত্রণা কমলাকাস্তের, শুাম! মা হৈয়ে গো! ' الأبعاد Ca)ة جة، بي٢T রাগিণী টোড়ী। তাল কাওরালি । জননি তারিণি ! ভব ঘোরে, আমি যে ভজন বিধি না জানি, মহাপাপি দুরাচারি, আমি যদি ভবে তরি, তবে ‘জানি তারানাম , তরণী ॥ • Q হাশয় দেখে মোরে, কেহ না নিস্তার কুরে, শুনেছি পতিতে,