পাতা:কর্ণানন্দ.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম নির্যাস । ఫిఫి স্ত্রীরঙ্গক্ষেত্রে প্রভু গেল আচম্বিতে। সেই তীর্থে বৈসে তৈলঙ্গ বিপ্ররাজ । শ্ৰীত্রিমল্লট ভট্ট নাম ব্রাহ্মণ-সমাজ ॥ মধ্যাহ্নস্নান করি প্রভু তার ঘরে আইলা । গোষ্ঠীর সহিত দেখি প্রেমাবিষ্ট হইলা ॥ বহু প্ৰণমিয়া কৈল পাদপ্রক্ষালন । চরণোদক লৈয়া সগোষ্ঠী করিলা ভক্ষণ ॥ যোগ্যাসনে বসাইয়া বহু নিবেদন । করহ করুণ প্রভু লইনু স্মরণ ॥ সেই খানে প্রীতি পাই প্রভু যে রহিল। মহানন্দে তার ঘরে ভিক্ষণ যে করিলা ৷ মহাপ্রভুর অবশেষ লইয়া যতনে। সগোষ্ঠীতে সেই প্রসাদ করিলা ভক্ষণে ॥ প্রসাদ পাইয়া সবে আনন্দে ভাগিলা । ভোজনন্তে প্রভুকে তবে মুখবাস দিলা ॥ বিনতি করিয়া প্রভুর চরণে পড়িয়া। প্রার্থনা করয়ে আগে কৃতাঞ্জলি হইয়া ॥ সংপ্রতি অইল প্রভু বর্ষ। চতুর্মাস। তীর্থ নাহি ফেরে প্রভু করিয়া সন্ন্যাস ॥ কৃপা করি রহ যদি এই চতুর্মাস । তবে সে আমাদের হয় অন্তরে উল্লাস ॥ প্রসন্ন হইয়া প্ৰভু অনুমতি দিল। শুনিয়া ত তা সবtর মুখ বড় হৈল ॥ মহাপ্ৰভু তার ঘরে কৈল অবস্থানে। পরম আনন্দে ভট্ট করেন সেবনে ॥ কীবেরীতে স্নান রঙ্গনাথ দরশন। ভক্তগণ সঙ্গে সদ। কীর্তন নর্তন ॥ সেই খানে সুখের সীমা পাইয়া রহিল । এইমতে চাতুর্মাস্য ব্যতীত হইলা ॥ বেঙ্কটের বালক শ্ৰীগোপাল ভট্ট নাম । নিষ্কপট হইয়। সেব। কৈল গৌরধtম। তার পিতা স্থচরিত্র তাহরে জানিয়' পরিচর্য্যায়,নিযুক্ত কৈলা হৃষ্ট হইয়া ॥ চারি মাস সেবা কৈল অশেষ প্রকারে । কহিল না হয় অতি তাহার বিস্তারে ॥ গোরকান্তি স্থপণ্ডিত্য বচন মধুর। সর্বাঙ্গে সুন্দর বহে লাবণ্যের পুর। কিবা সে আশ্চৰ্য্য তার অঙ্গের