পাতা:কর্ণানন্দ.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ও ২ কর্ণানন্দ । o: রহে প্রভু আনন্দে সদায় ৷ সেই সে গোপাল ভট্ট আমার হৃদয়ে । সদা স্ফৰ্ত্তি হউ মোর এই বাঞ্ছা হয়ে ॥ অবিরত গলয়ে অশ্রু যাহার নয়নে । শ্ৰীঅঙ্গেতে শ্বেত ধারা বহে অনুক্ষণে ॥ প্রচুর পুলক কম্প সদা অনিবার। কণ্ঠ ঘর্ঘর করে তাতে নামের সঞ্চার ॥ হরেকৃষ্ণ নাম মাত্র জিহবায় উচ্চারিতে । হ হ হ হ হ হ শব্দ করে আবিরতে ॥ ইহ। বলিতেই যি হে হয় অচেতন । সেই গোপাল কর মোরে কৃপা নিরীক্ষণ ॥ বৃন্দাবনে খ্যাতি যিহে। ঐগুণমঞ্জরী। সেই সে গোপালভট্ট সমান মাধুরী ॥ কলি-নরে কৃপা করি হৈল অবতীর্ণ। মধুর রস অস্বদিয়া করিল। বিস্তীর্ণ ॥ হেন সে মধুর রসে যাহার আস্বাদ । বিতরণ হেতু জীবে করিল। প্রসাদ ॥ প্রেমভক্তি রসে যি হে রহে অনিবার । অস্বাদন কৈলা যিহে অনেক প্রকার ॥ আশ্রয় রতি রস ভেদে যিহে হয় সমর্থ। তাছাতেই পুণ্য যি হো কহিল যথার্থ ৷ এ আদি করিয়া ভট্ট গোস্বামি গুণগাণ । কবিরাজ গোসাঞি তাহা করিলা বর্ণন ॥ তথাহি ॥ নিরবধি-হরিভক্তিথ্যাপনে যস্য শক্তি: সতত-সদনুভূতি নশ্বরীর্থে বিরক্তিঃ । প্রভুবরগতিসৌভাগ্যেন বিখ্যাতপট্টঃ স্ফুরতুস হৃদি-মে গোস্বসি-গোপালভট্ট; ॥ ১ ॥ ব্ৰজতুবি গুণমঞ্জর্য্যtখ্যায় যঃ প্রসিদ্ধঃ কলিজন-করুণবির্ভাবকেন প্রযুক্তঃ । মধুর-রসবিশেষ হলদি-বিস্তারণায়