পাতা:কর্ণানন্দ.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠনির্যাস A À A সবে করি করপুটে । শ্ৰীভট্ট গোসাঞি আর শ্ৰীদাস রঘুনাথ। স্ত্রীজীব গোসাঞি আর ভট্ট রঘুনাথ ॥ লোকনাথ গোসাঞি আর ভূগর্ভ-ঠাকুর । শ্ৰীগোবিন্দের প্রার্থনা সবে করিল। প্রচুর ॥ শ্ৰীগোবিন্দ-পদযুগ ধ্যান চিত্তে করি। এই ভাজা শ্ৰীনিবাসে দেহ কৃপা করি ॥ ইহার সম্বন্ধ প্ৰভু ধরিব যেই জন । সেই সে পাইব রাধাকৃষ্ণের চরণ ॥ এই নিবেদন সবে করিলা সন্তোষে । তাহ শুনি শ্ৰীগোবিন্দের হইল আদেশে ॥ রস আস্বাদন হেতু গৌড়ে অবতার। আস্বাদন কৈলা রস বিবিধ প্রকার ॥ যে লাগিয় অবতার জানুহ কারণ। ভাসাইলাম সব জনে দিয়া প্রেমধন ॥ মোর শক্তিতে জন্ম ইহার করিলা প্রকাশ। প্রেমরূপে জন্ম হৈল নাম শ্ৰীনিবাস ॥ ইহার সম্বন্ধ চিত্তে ধরিব যেই জন । সেই সে পাইব রাধাকৃষ্ণের চরণ ॥ শ্ৰীগোবিন্দ মুখচন্দ্র আজ্ঞামৃত পাইয়। শুনিলেন সবে মেলি শ্রবণ পাতিয়া শীঘ্ৰ গৌড়দেশে সবে দেহ পাঠাইয়া । গমন করুন ইথে গ্রন্থরাশি লইয়া ॥ তবে মোর প্রভু সবারে প্রদক্ষিণ করি। ভূমে পড়ি কানো বহু ফুকরি ফুকরি। সবাকার আনন্দ সিন্ধু বাঢ়ি গেল চিতে । যে আনন্দ হইল তাহ কে পারে কহিতে ॥ মোর প্রভু শ্ৰীগোবিলের আজ্ঞামৃত পাইয়া । বর্ণিলেন শ্ৰীগোবিদের মুখচন্দ্র চাঞt ॥ তথাহি পদং ॥ রাগ সুহই ॥ • বদনচাদ কোন কুন্দরে কুন্দিল গো, কেন কুঙ্গল ছুটী আঁখি। দেখিতে পরাণ মোর, কেমন কেমন করে গো, সেই লে পরাণ তার সাখি ॥ ১ ॥ রতন কাটিয়া কেবা, যতন করিয়া