পাতা:কর্ণানন্দ.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 কর্ণানন্দ । উজ্জ্বল দেখয় । বিদগ্ধমাধব ললিতমধিবাদিময় ॥ হরিভক্তিবিলাস আর ভাগবতামৃত । দশম টিপ্পনী আর দশমচরিত ॥ মথুরামাহাত্ম্য আর বহুস্তবাবলি। হংসদূতাদিক উদ্ধবসন্দেশ সকলি ॥ ষট সন্দর্ভ তোষণী ভাগবত দশম। গীতাবলি বিরুদাবলি পঢ়ে করি ক্রম ॥ মুক্ত চরিত্র আর কৃষ্ণুকৃর্ণমৃত । ব্রহ্মসংহিতাদি অীর গোপীপ্রেমামৃত । কত নাম জানি আমি লক্ষ গ্রন্থ যত । মাধব মহোৎসবাদিক দেখে অবিরত ॥ পড়িয়া শুনাইলা গ্রন্থ বৈষ্ণবের গণে । প্রেমাস্বতে ডুবি রছে রাত্রি তার দিনে ॥ সংখ্যা করি হরিনাম লয় প্রহরেক। গ্রন্থ দরশনে যায় অীর প্রহরেক ॥ রাধাকৃষ্ণ গোবিন্দ কীৰ্ত্তন দুই যাম স্মরণবিলাস-প্রেমে ভাসে অবিরাম ॥ চণ্ডিদাস বিদ্যাপতি শ্ৰীগীতগোবিন্দ। রায়ের নাটক গ্রন্থ গান পরনিন্দ ॥ রজনীতে ভক্ত সঙ্গে রাসাদি বিলাস । গান শিক্ষা দিল ভক্তি প্রেমের উল্লাস ॥ দিনে শালগ্রাম সেবা তুলসীসেবন । পরম ভক্তিতে করে জলের সিঞ্চন ॥ রাধাকৃষ্ণ ধ্যান মন্ত্র নাম দোহাকার । এই মত স্মরণ লীলা স্মৃতি সৰ্ব্বকাল ॥ শ্রীরূপ সনাতন বলি সঘন হুঙ্কার । শ্ৰীগোপাল ভট্ট বলি করেন ফুৎকার ॥ রাধাকৃষ্ণ কুণ্ড বলি ক্ষণে মুচ্ছ যায় । গিরিগোবৰ্দ্ধন বলি করে হায় হtয় ॥ এই রূপে রাত্রি দিনে প্রেমানন্দে যায়। প্রেমাম্বত আস্বাদয়ে আনন্দ হিয়ায় ॥ স্বকৃতী বাসয়ে ভাল দুষ্কৃতী হাসয় । এবে সেই লোক সবে আনন্দে ভাসয় ॥ গোরগুণ গান প্রভু নিত্যানন্দ গুণ । এই মতে দিব! রাত্রি উপজে করুণ ॥ এবে কহি শ্ৰীঅt

  • যtল-=প্রহর ।