পাতা:কর্ণানন্দ.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○、e কর্ণানন্দ। রাজু গোবিন্দ্র। যাহার চরিত্রে দেখ জগৎ আনন্দ ৷ ২ ৷ তবে ঐকর্ণপুর কবিরাজ ঠাকুর। বণিয়াছেন প্রভুর গুণ করিয়া প্রচুর ॥ ৬ । তবে কহি শ্ৰীবৃসিংহ কবিরাজ ঠাকুর । ভজন প্রবল যার চরিত্র মধুর ॥ ৪ ॥ ভগবান কবিরাজ মধুর আশয় । প্রভুপদ বিনু যিহে অন্ত না জানয় ॥ ৫ ॥ বল্লবীদাস কবিরাজ বড় শুদ্ধচিত্ত । প্রভু পদে সেবা বিনু নাহি অন্য কৃত্য ॥ ৬ ॥ তবে শ্ৰীগোপীরমণ কবিরাজ ঠাকুর। বড়ই আনন্দময় গুণের প্রচুর ॥ ৭ ॥ তবে কহি কবিরাজ জীগোকুলানন্দ । নিরন্তর ভাবে যি হে প্রভু পদ দ্বন্দ ॥ ৮ ॥ এই অষ্ট কবিরাজের করিল বর্ণন । অপর কহিয়ে তাহ করহ শ্রবণ ॥ শ্ৰীগোবিন্দের পুত্র কবিরাজ দিব্যসিংহ। প্রভুর পাদপদ্মে যি হে হয় মত্ত ভূঙ্গ ॥ ৯ ॥ শ্ৰীবাসুদেব কবিরাজ স্ত্রীবৃন্দাবন দাস । বৈষ্ণবসেবাতে র্যার বড়ই উল্লাস ॥ ১১ ॥ আর কহি কবিরাজ দাস বনমালী । মানস সেবাতে যিহে বড় কুতুহলী ॥ ১২ ॥ বড়ই আনন্দ কবিরাজ দুর্গাদাস। বৈষ্ণবের ভুক্ত শেষে বড়ই বিশ্বাস ॥১৩ বড়ই রসিক রূপ কবিরাজ ঠাকুর । সদা অঞ বছে যার প্রেমময় পুর ॥ ১৪ ॥ তাহার সহোদর শ্ৰীনিমাই কবিরাজ । প্রভু পদ সেবা বিনু নাহি আর কাজ ॥ ১৫ ॥ শু্যামদাস কবিরাজ তাহার বৈমাত্র । স্থগ্নিগ্ধ মুরতি যিছে মহাবিজ্ঞ পাত্ৰ ॥ ১৬। শ্ৰীনারায়ণ কবিরাজ নৃসিংহ সহোদর। তার গুণ কি কহিব বাক্য অগোচর ॥ ১৭ ॥ শ্ৰীবল্লবী কবিরাজের দুই সহোদর। প্রভু পদে নিষ্ঠ। যার বড়ই তৎপর ॥ জ্যেষ্ঠ স্ত্রীরামদাস কবিরাজ ঠাকুর । হরিনামে রত সদা কৃষ্ণ প্রেম