পাতা:কর্ণানন্দ.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম নির্যাস । ' & চাৰ্য্য প্রভুর শাখাগণ । যা সবার নাম স্মৃতে প্রেম উদ্দীপন ॥ তত্র প্রমাণ-শ্লোকঃ ॥ বন্দে শ্ৰীলশ্ৰীনিবাসপ্রভুশাখাগণে মহান । যন্নামস্মৃতিমাত্রেণ কৃষ্ণপ্রেমোদয়ে ভবেৎ ॥ শ্ৰীঅটুর্য্য প্রভুর যত শাখাগণ । শ্লোক ছন্দে দোহে তাহা করিলা বর্ণন ॥ ঠাকুর মহাশয় যেবা করিল। বর্ণন । কর্ণপূর কবিরাজ য। কৈল রচন ॥ এই দুই মহাশয়ের শ্লোক অনুসারে । মোর প্রভুর অজ্ঞ তাহ। পয়ার করিবারে ৷ প্ৰভু অজ্ঞা শিরে ধরি গেল কত দিন । বৈষ্ণবরূপেতে আজ্ঞা করিলেন পুন। আজ্ঞা বলবান ইহা বর্ণন করিতে। ইহার ভাল মন্দ কিছু না পারি বুঝিতে ॥ মুঞি ছার হীনবুদ্ধি কি জানি বর্ণন । অপরাধ ক্ষম প্ৰভু লইনু স্মরণ ॥ প্রভু-আজ্ঞাবাণী অীর বৈষ্ণব-আদেশ । মনোমধ্যে ইহা অামি বুঝিনু বিশেষ ॥ অজ্ঞবর শ্রেষ্ঠ আমি অীর কি কহিব । বৈষ্ণব গোসাঞি মোরে সকল ক্ষমিব ॥ তোমা সবার পাদরজ মস্তকে করিয়া । কিছুমাত্র কহি ইহা পয়ার করিয়া ॥ অগ্র পশ্চাৎ বর্ণনের না লইবা দোষ । সবার চরণ বন্দেী হইয়া সন্তোষ ॥ এবে কহি প্রভুর শাখা উপশাখাগণ । অপরাধ ক্ষমি ইহা করহ শ্রবণ ॥ এক দিন নিজরাটার পশ্চিম দিশাতে। সরোবর-তট আছে বসিলা তাহাতে ॥ হেন কালে দোলাতে চড়ি আইসে এক জন । পথে যায় বিবাহ করি বাজায় বাজন ॥ মন্মথ সমান রূপ দেখি প্ৰভু ভাবে । এমন অপূৰ্ব্ব রূপ দেখিলাম এবে ॥ স্থবৰ্ণ কেতকী-পুষ্প-সমান বরণ। সুবিস্তীর্ণ বক্ষস্থল অতি