পাতা:কর্ণানন্দ.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ কর্ণানন্দ । , 豹 দেহত্যাগ ইহা ভাবে নিরন্তর ॥ হেন কালে গ্রন্থ চুরির বারত শুনিয়া। বড়ই বিষাদে উঠে রোদন করিয়া । হায় হায় কি হইল বড়ই প্রমাদে । এই বাক্য বার বার কহয়ে বিষাদে ॥ তবে সেই গোস্বামী ধৈৰ্য্য ধরিতে নারিয়া। রঘুনাথের পাদপদ্ম হৃদয়ে ধরিয়া ॥ সিদ্ধ দেহ প্রাপ্তি যেন হইল তাহার। দাসগোস্বামির চিত্তে দুঃখ যে অপার ॥ এইমতে যত রাধাকুণ্ডবাসি-লোকে । সবাকার চিত্তে অতি বাড়ি গেল শ্বেকে ॥ তবে রূপ সনাতন দুই সহোদর । চিন্তিত হইল বড় মনের ভিতর ॥ রঘুনাথের প্রতিজ্ঞ স্বদূঢ় জানিয়া । দুই গোস্বামী কহেন কবিরাজেরে ডাকিয়া ॥ ইহ লাগি জগদগুরু প্রভুর লিখন। শ্ৰীনিবাসে সমৰ্পিবে গ্রন্থ মহাধন ॥ ভবিষ্য চৈতন্য গোসাঞি ইহার লাগিয়া । গ্রন্থ প্রকাশিল মোরে শক্তি সঞ্চারিয়া ॥ গৌড়ে বিতরণ হুেতু শক্তি শ্ৰীনিবাসে । এই হেতু মহাপ্রভুর হইয়াছে আদেশে। সৰ্ব্বজ্ঞ শিরোমণি প্রভুর আজ্ঞা বলবান। কাহার শকৃতি আছে করিবারে আন • বৃথা শোকে দেহ ত্যাগ কেন্টের্কর তুমি । গ্রন্থ প্রাপ্তি হবে ইহা কহিলাম আমি ॥ রঘুনাথের সেবা তুমি কথোদিন কর । পুনশ্চ আসিবে মোর যুথের ভিতর । দুই সহোদরের আজ্ঞামৃত করি পান । পুন কবিরাজ দেহে হইল চেতন ॥ আজ্ঞা দিলা গগনেতে যত দেবগণ ॥ কবিরাজের প্রাপ্তি দেখি ভাবে ঘৰুে ঘন ॥ রঘুনাথের প্রতিজ্ঞ। ইহা লঙ্ঘন কি মতে । সকলে মিলিয়া ইহা চিন্তে অবিরতে ॥ পাষণের রেখা যেন গোস্বtশিল্প লিখন । খণ্ডন করিতে তাহা অাছে কার ক্ষম ॥